
কলকাতা: দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রা বাড়ছে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু ভিন্ন পরিস্থিতি উত্তরবঙ্গে। সেখানে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টি চলছে। আজ, বুধবারও উত্তরবঙ্গজুড়ে একই পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তারপরও উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দক্ষিণবঙ্গের নদীয়া সহ কিছু জায়গায় স্থানীয়ভাবে বজ্রমেঘ সৃষ্টি হয়। তবে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা কমে যাওয়ার জন্য আজ, বুধবার থেকে দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রমেঘ সৃষ্টি হওয়ার প্রবণতা বিশেষ থাকবে না। পশ্চিমাঞ্চলের কয়েকটি জায়গায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এদিন দক্ষিণবঙ্গে সবথেকে বেশি তাপমাত্রা ছিল আসানসোলে (৪১.৫ ডিগ্রি)। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা অবশ্য ছিল ৩৫ ডিগ্রি। পশ্চিম দিকের গরম হাওয়া প্রবেশ করার জন্য আগামী শুক্রবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জায়গাগুলিতেও তাপমাত্রা বাড়বে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন