পর্যটকের ধর্ম জিজ্ঞাসা, সেই ঘোড়া চালক আটক - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

পর্যটকের ধর্ম জিজ্ঞাসা, সেই ঘোড়া চালক আটক

পর্যটকের ধর্ম জিজ্ঞাসা, সেই ঘোড়া চালক আটক

শ্রীনগর: ‘আপনার ধর্ম কী?’ সোনমার্গে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন উত্তরপ্রদেশের একতা তিওয়ারি। প্রশ্নকর্তা একজন টাট্টু ঘোড়া চালক। তাঁর মুখে এমন প্রশ্ন শুনে সন্দেহ হয়েছিল একতার। ভিডিও করে রেখেছিলেন। গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরণে জঙ্গিদের হামলার পর একতার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও দেখে চিহ্নিত করা হয়েছে সেই টাট্টু ঘোড়া চালককে। শুক্রবার তাকে আটক করল গান্ধেরবাল পুলিস। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম আয়াজ আহমেদ জুঙ্গল। গান্ধেরবালের বাসিন্দা সে। সোনমার্গে টাট্টু ঘোড়া চালকের কাজ করেন তিনি। কী কারণে পর্যটকের ধর্ম জিজ্ঞাসা করেছিলেন তিনি, তা খতিয়ে দেখছে পুলিস। অন্যদিকে, অবৈধভাবে বৈষ্ণোদেবী রুটে টাট্টু ঘোড়া চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে আটক করল পুলিস। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার বৈষ্ণদেবী রুটে টাট্টু ঘোড়ার পরিষেবা দিচ্ছিলেন তারা। তবে তাদের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না। মঙ্গলবার পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর নিরাপত্তা বেড়েছে ভূস্বর্গজুড়ে। শুক্রবার বৈষ্ণদেবী রুটে একটি মন্দিরের কাছে টহল দিচ্ছিল পুলিসের দল। সেই সময় পুরান সিং নামক এক টাট্টু ঘোড়া চালককে দেখে সন্দেহ হয় তাঁদের। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই ব্যক্তির আসল নাম মনির হুসেইন। অন্য কারও অনুমোদিত পরিষেবার কার্ড ব্যবহার করে অবৈধভাবে টাট্টু ঘোড়া চালাচ্ছিল সে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...