কাটোয়া: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল ভুয়ো ভোটার খুঁজে বের করা। তারজন্য ভোটার লিস্ট ধরে বাড়ি বাড়ি খোঁজ নিতে বলেছিলেন দলীয় কর্মীদের। গত ২৫ এপ্রিল ডেডলাইনও দেওয়া হয়েছিল। সেই কাজে পূর্ব বর্ধমান জেলার কতজন কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন তা খোঁজ নিলেন জেলা তৃণমূল সভাপতি। শনিবার কাটোয়া শহরের সংহতি মঞ্চে পূর্ব বর্ধমান জেলার সমস্ত বিধায়ক, জেলা পরিষদ সদস্য, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি সহ দলের সর্বস্তরের কর্মীদের বৈঠকে ডাকা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ জেলার সমস্ত বিধায়ক। সেখানেই প্রতিটি ব্লক ও অঞ্চল ধরে পর্যালোচনা হয়। পাশাপাশি দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে প্রচার করারও নির্দেশ দেওয়া হয়। প্রতিটি বুথস্তরে জায়ান্ট স্ক্রিন বসিয়ে তা দেখানোর নির্দেশ দেওয়া হয়। জেলা সভাপতি বলেন, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই বৈঠক ডাকা হয়েছিল। চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন