এবার রেজিস্ট্রির দিনই ই-মেলে পৌঁছবে বিয়ের সার্টিফিকেট! বর-বধূর জন্য উপহার রাজ্যের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

এবার রেজিস্ট্রির দিনই ই-মেলে পৌঁছবে বিয়ের সার্টিফিকেট! বর-বধূর জন্য উপহার রাজ্যের

 



কলকাতা:  বিয়ে মানেই স্পেশাল ডে৷ এই দিনটিকে সকলেই চায় স্মরণীয় করে রাখতে৷  আর যদি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার দিনই নবদম্পতি পেয়ে যায় আইনি স্বীকৃতি! তাহলে তো আর কথাই নেই৷ হ্যাঁ, এবার তেমনটাই হতে চলেছে৷ বিয়ের দিনই মিলবে আইনি সিলমোহর৷ সার্টিফিকেট চলে আসবে বর-কনের ই-মেল৷ নবদম্পতির জন্য সেই ব্যবস্থাই করেছে রাজ্য সরকার। অর্থাৎ,  মধুচন্দ্রিমায় গিয়ে এবার বিয়ের সার্টিফিকেটের জন্য খোঁজখবরের দিন শেষ। বিয়ের দিনই মিলবে সার্টিফিকেট৷ বিয়ের ব্যস্ততার ফাঁকে বর-কনে নিজেদের মেল চেক করলেই হাতে পাবেন বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট৷ মেল থেকে তা ‘ডাউনলোড’ করে নিলেই হল। 


জানা গিয়েছে, চলতি মাস থেকে ই-মেলে বিয়ের শংসাপত্র পৌঁছনোর বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। উল্লেখ্য,‘পেপারলেস’ বা কাগজবিহীন প্রশাসন পরিচালনায় অধিক জোর দিচ্ছে রাজ্য সরকার। যদিও বলে রাখা ভাল, এক্ষেত্রে রেজিস্ট্রির তিনদিন পর সার্টিফিকেটের দু’টি কপিও হাতে পেয়ে যাবেন নবদম্পতি। 

বিয়ের রেজিস্ট্রেশনের নথি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের সুযোগ এ রাজ্যে এতদিন ছিল না। আইন দফতরের তরফে নববিবাহিতদের জন্য এই পরিষেবা চালুর উদ্যোগ নেয়। সেই উপলক্ষেই চালু করা হয় ম্যারেজ পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রি সংক্রান্ত আবেদন জানান হবু বর বউ৷ এবার ওই পোর্টালের মাধ্যমে ম্যারেজ সার্টিফিকেটও পেয়ে যাবেন তাঁরা৷ 

ম্যারেজ রেজিস্ট্রি অফিসার পাত্র-পাত্রীর বিয়ের সম্মতিপত্র গ্রহণ করে তাঁদের সই এবং বাম হাতের আঙুলের ছাপ নেন৷ সেই নিয়মে কোনও পরিবর্তন আসছে না৷ এর পাশাপাশি সাক্ষীদের আঙুলের ছাপও নেওয়া হবে। এর পর সরাসরি তা ‘আপলোড’ করা হবে ম্যারেজ পোর্টালে।  গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর, স্বয়ংক্রিয় পদ্ধতিতেই অনলাইনে ‘জেনারেট’ হয়ে যাবে ডিজিটাল ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সেখানে ম্যারেজ রেজিস্ট্রি অফিসারের ডিজিটাল সই করা থাকবে। দিনের দিন পাত্র- পাত্রীর ই-মেলে পৌঁছে যাবে বিয়ের শংসাপত্রের লিঙ্ক। সেখান থেকে  ‘ডাউনলোড’ করে নিলেই হবে৷ 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...