বেঙ্গালুরু: আজব দুনিয়া! এমনও হয়! বাড়ি ভাড়া নিতে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন যুবক৷ স্রেফ মার্কস কম থাকায় বাড়ি ভাড়া পাওয়ার যোগ্যতায় ডাহা ফেল করলেন তিনি৷ হ্যাঁ, সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে৷ ‘ইন্টারভিউ’য়ের সবক’টি ধাপ পাশ করলেও, শুধুমাত্র দ্বাদশের পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর না থাকায় বেঙ্গালুরুতে ফ্ল্যাটভাড়া পেলেন না এক যুবক। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোড়ন পড়েছে।
সম্প্রতি শুভ নামে এক যুবক টুইটারে গোটা ঘটনাটি তুলে ধরেছেন৷ তিনি জানান, সিলিকন ভ্যালিতে ফ্ল্যাটভাড়া পেতে কীভাবে ঘাম ঝরাতে হয়েছে তাঁর তুতো ভাইকে। কিন্তু তারপরও হিল্লে হয়নি৷ বরং তীরে এসে ডোবে তাঁর তরী। বাড়ির মালিক জানিয়ে দেন, উচ্চ মাধ্যমিকে অন্তত ৯০ শতাংশ নম্বর থাকতেই হবে। নচেৎ বাড়ি ভাড়া দেওয়া সম্ভব নয়৷ তাঁর ভাই দ্বাদশে ৭৫ শতাংশ নম্বর পেয়েছিলেন। ফলে ফ্ল্যাটভাড়া পাননি৷
ভাইরাল হওয়া পোস্টে শুভ জানিয়েছেন, বেঙ্গালুরুতে ফ্ল্যাটভাড়া খুঁজছিলেন তাঁর ভাই৷ এর জন্য তাঁর লিঙ্কড ইন প্রোফাইল, টুইটার প্রোফাইল দেখতে চাওয়া হয়৷ এখানেই শেষ নয়, পাশাপাশি জমা দিতে বলা হয় সংশ্লিষ্ট কোম্পানিতে চাকরির জয়েনিং লেটার, দশম ও দ্বাদশ শ্রেণির মার্কশিট, আধারকার্ড ও প্যান কার্ডের মতো নানা নথি। এখানেই শেষ নয়, বাড়ির মালিক তাঁর ভাইকে ১৫০ থেকে ৩০০ শব্দের মধ্যে নিজের সম্পর্কে লিখে জমা দিতে বলেছিলেন। শুধুমাত্র মাথা গোঁজার ঠাঁই পেতে সবটাই করেছিল তাঁর ভাই। কিন্তু তারপরও কোনও সুখবর না আসায় যোগাযোগ করেন ব্রোকারের সঙ্গে। তিনি জানিয়ে দেন, ‘দুঃখিত, আপনি যোগ্যতামানে উত্তীর্ণ হতে পারেননি। কারণ, দ্বাদশের পরীক্ষায় আপনার প্রাপ্ত নম্বর যথেষ্ট নয়।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন