কলকাতা: আর জি কর কাণ্ডে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার জন্য শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার (সিপি) বিনীত গোয়েল। বৃহস্পতিবার আদালতকে চিঠি দিয়ে তিনি ক্ষমাপ্রার্থনা করেছেন। বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, তিনি যেহেতু চিঠি লিখে ক্ষমা চেয়েছেন, তাই মামলাটি এখানেই শেষ হওয়া উচিত। বিষয়টি নিয়ে আর জটিলতা বাড়িয়ে লাভ নেই বলেই মনে করে হাইকোর্ট।
যদিও বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল অ্যাকাডেমিকে বলব, পুলিসদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করতে। বিচারাধীন অথবা স্পর্শকাতর বিষয় নিয়ে প্রকাশ্যে বা সংবাদমাধ্যমে কী কথা বলা উচিত এবং কী উচিত নয়, তা তাঁদের জানা প্রয়োজন। আর জি করের নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার অভিযোগে বিনীতের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী বিজয়কুমার সিঙ্ঘল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন