সিউড়ি: সিউড়ি পুরসভার নির্দেশে মঙ্গলবার থেকে দিনে আট ঘণ্টা করে জোড়-বিজোড় নিয়মে টোটো চলাচল শুরু হল। এদিনই টোটোর দৌরাত্ম্যে রাশ টানতে স্থানীয় পুলিস ও প্রশাসনকে নিয়ে পুরসভা অভিযানে নামে। শহরের বেণীমাধব মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৯টি টোটো বাজেয়াপ্ত করা হয়। অভিযোগ, বেশকিছু টোটোচালক এদিন নিয়ম ভেঙে রাস্তায় নেমেছিলেন। বেশকিছু টোটোয় কিউআর কোড ছিল না। ফলে ওই টোটোগুলিকে ১৫দিনের জন্য পার্কিংয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুর চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, সিউড়ি শহর যানজটমুক্ত রাখাই মূল লক্ষ্য। সেকারণেই এদিন সকাল থেকে জোড় ও বিজোড় পদ্ধতিতে টোটো চলাচল শুরু হয়েছে। বেপরোয়া চালকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছি আমরা। কোনও চালকের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ উঠলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। প্রয়োজনে জরিমানা আদায় করা হবে। মাঝেমধ্যেই বিভিন্ন এলাকায় অভিযান চালাবে পুরসভা।
সিউড়ি শহরে যানজট সমস্যার অন্যতম কারণ টোটোর দাপাদাপি। সেই তালিকায় শহরের পাশাপাশি গ্রামীণ এলাকার টোটো রয়েছে। সমস্যার সমাধানে পুরকর্তৃপক্ষ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষে টোটোতে কিউআর কোড বসানোর কাজ করে। যদিও এখনও একাধিক টোটো কিউআর কোডের আওতায় আসেনি। বেপরোয়া টোটোর গতিতে রাশ টানতে গিয়ে পুরসভাকে একাধিকবার হোঁচট খেতে হয়েছে। যদিও শেষ পর্যন্ত পুরসভা শক্ত হাতে রাশ ধরেছে। পুরসভার সাফ কথা, শুধুমাত্র কিউআর কোডযুক্ত টোটো শহরের রাস্তায় চলাচল করবে। তবে, কিউআর কোডযুক্ত সব টোটো একসঙ্গে নামতে পারবে না। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত শহরের রাস্তায় জোড় সংখ্যক টোটো চলবে। দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত চলবে বিজোড় সংখ্যক টোটো। উভয় ক্ষেত্রেই আট ঘণ্টা করে সময় চূড়ান্ত করা হয়েছে।
সিউড়ি শহরে চলাচলকারী শেখ আফিজুদ্দিনের টোটোয় কিউআর কোড দেখা যায়নি। তাঁর সাফাই, এখনও কিউআর কোড লাগানো সম্ভব হয়নি। এরপর থেকে ওই কোড লাগিয়েই টোটো নিয়ে রাস্তায় নামব।
শহর টোটো ইউনিয়নের সভাপতি রাজিবুল ইসলাম বলেন, পুরসভার এই পদক্ষেপ কুর্নিশযোগ্য। শুরু থেকেই পুরসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। এখনও যেসব চালক টোটোয় কিউআর কোড লাগাননি তাঁদের সচেতন করার কাজ চলছে। শহরের বাসিন্দারা বলেন, টোটোর দাপটে পথ চলা দায়। পুরসভা এনিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। শেষমেষ কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী দিনেও কড়াকড়ি অব্যাহত থাকুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন