ঘাটাল: শনিবার ঘাটাল থানার যদুপুরের এক বিজেপি নেতাকে এক বিধবার সঙ্গে অসংবৃত অবস্থায় হাতেনাতে ধরে ফেললেন গ্রামবাসীরা। ক্ষিপ্ত গ্রামবাসীরা তাঁদের ধরে খুঁটিতে বেঁধে মারধর করে পুলিসকে খবর দেন। পুলিস এসে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েতটি এবার বিজেপি দখল করেছে। ওই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, দল পঞ্চায়েতের ক্ষমতা থাকার সুযোগ নিয়ে যদুপুর বুথ কমিটির ওই বিজেপি নেতা মহিলাদের প্রভাবিত করার চেষ্টা করতেন। সরকারি সুবিধে পেতে মহিলারা ওই নেতার কাছে গেলে তিনি মহিলাদের প্রলুব্ধ করার চেষ্টা করতেন। পুলিস সূত্রে খবর, বিজেপির ওই যুবনেতার বিবাহিত এবং সন্তান রয়েছে। তারপরও প্রতিবেশী ওই বিধবার বাড়িতে মাঝরাতে নিয়মিত যেতেন। গ্রামবাসীরাও তক্কে তক্কে ছিলেন। শনিবার রাতে বিধবার বাড়িতে বিজেপি নেতাকে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলে তাঁদের বেঁধে রাখেন।
তৃণমূল নেতা তথা ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর বলেন, বিজেপি দলের সংস্কৃতি ওটাই। ওরা সুযোগ পেলেই মা-বোনেদের উপর কুদৃষ্টি দেয়। নানা ভাবে প্রভাবিত করে। আমরা খোঁজ নিয়ে দেখেছি ওই বিধবাকে সরকারি সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে ব্ল্যাকমেল করেছে। এদিকে বিজেপি নেতা তথা ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেন, শনিবার রাতে যদুপুরে কী হয়েছে তা খোঁজ নিয়ে মন্তব্য করব। ঘটনা যাই হোক, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়, দলের নয়। কিন্তু তার সঙ্গে দলের ট্যাগ দেওয়ার মতো নোংরামি তৃণমূল ছাড়া আর কেউ করে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন