কলকাতা: দক্ষিণবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপটি দিন দুয়েকের মধ্যে ঝাড়খণ্ড-ছত্তিশগড়ের দিকে সরে যাবে। আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে। অতিভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত কোথাও নেই। আজ দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। হাল্কা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের উপর মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখা রবিবারও ছিল।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। হিমালয় লাগোয়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার কোনও কোনও জায়গায় মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবারের নিম্নচাপে রাজ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ও ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ বেশি ছিল। আজ ,সোমবার পর্যন্ত উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন