বেঙ্গালুরু: ওড়িশায় নির্যাতিতা কলেজ ছাত্রীর মৃত্যুতে দেশজুড়ে সাড়া পড়ে গিয়েছে। এরইমাঝে বেঙ্গালুরুর এক পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠল কলেজের দুই অধ্যাপক ও তাঁদের এক বন্ধুর বিরুদ্ধে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন বেঙ্গালুরুর এক বেসরকারি কলেজের পদার্থবিদ্যার লেকচারার নরেন্দ্র, জীববিদ্যার লেকচারার সন্দীপ ও তাঁদেরই এক বন্ধু অনুপ।
প্রথমে নোটস দেওয়ার সূত্রে নির্যাতিতার সঙ্গে আলাপ করেন নরেন্দ্র। এরপর মেসেজে কথাবার্তা চলতে থাকে। দু’জনের মধ্যে বন্ধুত্ব হয়। সম্প্রতি নোট দেওয়ার নামে তরুণীকে বন্ধু অনুপের বাড়িতে ডাকেন নরেন্দ্র। সেখানেই তাঁকে ধর্ষণ করেন। অভিযুক্ত নির্যাতিতাকে হুমকি দিয়ে বলেন, এনিয়ে কাউকে কিছু জানালে ফল ভালো হবে না। দিন কয়েক পর ওই ছাত্রীকে ধর্ষণ করেন সন্দীপ। বাধা দিতে গেলে, নরেন্দ্রর সঙ্গে তাঁর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। একইভাবে সুযোগ নেয় অনুপও। তদন্ত সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্র ধর্ষণ করার সময় তাঁর সঙ্গীরা গোপনে সেই ঘটনা ক্যামেরাবন্দি করে। তারপর ছবি, ভিডিও দেখিয়েই চলতে থাকে ব্ল্যাকমেল।
সম্প্রতি বাবা-মাকে পুরো বিষয়টি জানান নির্যাতিতা। তড়িঘড়ি পুলিস ও কর্ণাটক রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হয় ছাত্রীর পরিবার। অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন