কলকাতা: কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ খুনে অভিযুক্ত হিসেবে দুই পুলিস কর্মীর গ্রেপ্তারির ঘটনায় সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট। আগামী শুক্রবারের মধ্যে সিবিআইকে ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। ওইদিনই এই মামলার পরবর্তী শুনানি।
অভিজিৎ সরকার খুনে সিবিআই অতিরিক্ত চার্জশিট জমা করার পর গ্রেপ্তার হন পুলিস কর্মী রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ। মঙ্গলবার বিচারপতি ঘোষের এজলাসে তাঁদের জামিনের আবেদনের শুনানি হয়। সেখানে সিবিআইয়ের আইনজীবী রিপোর্ট জমা দেওয়ার জন্য একসপ্তাহ সময় চান। তখন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, হঠাৎ করে চারবছর পরে অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে পুলিস কর্মীদের। এখন তাঁদের হেফাজতে রাখতে সময় চাওয়া হচ্ছে। দু’পক্ষের বক্তব্য শুনে আদালত জানায়, চারদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে সিবিআইকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন