মুম্বই, ২৩ জুলাই: ফের খবরের শিরোনামে অভিনেত্রী তনুশ্রী দত্ত। এবারে বাড়িতেই তাঁকে হেনস্তা করা হচ্ছে বলে এমনই গুরুতর অভিযোগ করেছেন তিনি। ২০১৮ সালে ‘মিটু’ আন্দোলন নিয়ে মুখ খুলে ঝড় বইয়ে দিয়েছিলেন এই বলি অভিনেত্রী। সেই সময়ে সরাসরি তিনি নিশানা করেছিলেন নানা পাটেকারের বিরুদ্ধে। বর্ষীয়ান অভিনেতা তাঁকে যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগ করেছিলেন তনুশ্রী। তাঁর দাবি অনুযায়ী মামলা শুরু হয় নানা পাটেকারের বিরুদ্ধে। বলিউড থেকে সাময়িকের জন্য নিষিদ্ধও করা হয় বর্ষীয়ান অভিনেতাকে। যদিও পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ না থাকায় সেই মামলা খারিজ হয়ে যায়। ফের বলিউডে কাজে ফিরেছেন নানা পাটেকার। সেই ঘটনা এখন অতীত। এবার ফের নতুন অভিযোগ করলেন তনুশ্রী। গতকাল, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, বাড়িতেই তাঁকে হেনস্তা করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমাকে নিজের বাড়িতেই হেনস্তার শিকার হতে হচ্ছে। সেই ২০১৮ সাল থেকে চলছে। আর পারছি না। আমি পুলিসকে ফোন করেছি। তাঁরা এসে বললেন থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দিতে। হয়তো কাল যাব থানায় লিখিত অভিযোগ জমা দিতে। গত পাঁচ বছর ধরে আমাকে এতটাই হেনস্তা করা হয়েছে যে আমি অসুস্থ হয়ে পড়েছি। বাড়িতে কোনও সাহায্যের লোক নেই। একাই সব কাজ করি। অসুস্থ হয়ে পড়েছি। কেউ সাহায্যের লোক নেই। কেউ আমাকে সাহায্য করুন।’
তিনি আরও বলেন, ‘আমি নিজের মতো করে কাজের লোক রাখতে পারছি না। কারণ ওরা কাজের লোক রেখে দিয়েছে। ওর সঙ্গে আমার রোজই অশান্তি হয়। খারাপ অভিজ্ঞতা হয়েছে। ঘর থেকে অনেক কিছু চুরি করে সে।’ যদিও কারা তাঁকে হেনস্তা করছে, পরিবারের কোন সদস্যদের দিকে আঙুল তুলেছেন সেটা খোলসা করেননি তনুশ্রী। অনেকের প্রশ্ন এতদিন ধরে হেনস্তার শিকার হলেও কিছু বলেননি কেন তিনি। এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ করেননি তনুশ্রী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন