হলদিবাড়ি: দুর্ঘটনা এড়াতে মানুষকে সচেতন করতে এবং পথ নিরাপত্তা বাড়াতে লাগাতার কর্মসূচি চালাচ্ছে ট্রাফিক পুলিস। সেই সময় বাইক সংক্রান্ত অনিয়মের পর ট্রাফিক পুলিসের হাত থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপে গ্ৰুপ খুলে ফেলেছেন হলদিবাড়ির একদল যুবক। এমন ঘটনায় শোরগোল পড়েছে ব্লকজুড়ে।
এর আগে, কোথায় কোথায় পুলিস চেকিং রয়েছে, তা গুগল ম্যাপে মার্কিং করে আইনভঙ্গকারীদের ‘সতর্ক’ করার মতো ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে। সেই নিয়ে পদক্ষেপ করেছিল পুলিস। আর এবার হলদিবাড়িতে খুলে ফেলা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপে শহরের লোকজনদের অ্যাড করা হচ্ছে। ওই গ্রুপে এখনও পর্যন্ত সদস্য হয়েছেন ৫৭৪ জন। সেখানে পোস্ট করা হচ্ছে কোথায় কোথায় ট্রাফিক পুলিস দাঁড়িয়ে আছে এবং জরিমানা আদায় করছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই ছবি দেখলে ট্রাফিক পুলিসের চোখ ফাঁকি দিয়ে ঘুরপথে গন্তব্যস্থলে পৌঁছচ্ছেন গ্রুপের সদস্যরা।
এ বিষয়ে গ্রুপের এক সদস্য বিপুল রায় বলেন, আমাদের বাড়ি হলদিবাড়ির আশেপাশে। হেলমেট ছাড়া হলদিবাড়ি বাজারে গেলেই পুলিস মোবাইলে ছবি তুলে নেয় এবং জরিমানা আদায় করে। সম্প্রতি আমার হেলমেটটি চুরি হয়ে গিয়েছে। তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে নজর রেখে যেসব রাস্তায় ট্রাফিক পুলিস আছে, সেই পথ এড়িয়ে অন্যদিকে চলাফেরা করছি। পুলিস কোথায় চেকিং করছে, তা আগেই জানতে পারি। হেলমেট না পরে বাইক চালানো ঠিক নয় জানি, তারপরেও উপায় না থাকায় এভাবেই চলছি। যদিও গ্রুপের অ্যাডমিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। মেসেজের উত্তরও দেননি।
এ বিষয়ে মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা বলেন, রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষ যাতে দুর্ঘটনার মুখে না পড়েন, তার জন্য আমাদের ট্রাফিক বিভাগের কর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় থাকেন। সচেতন, সতর্ক করেন লোকজনকে। এভাবে গ্রুপ খুলে প্রচার করাটা ঠিক নয়। কে কী কারণে হোয়াটস অ্যাপে গ্রুপ খুলেছেন, তা তদন্ত করে দেখা হবে। হোয়াটসঅ্যাপে সেই গ্রুপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন