রাস্তায় ‘রোমিও’দের দাপাদাপি, আতঙ্কে মহিলারা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

রাস্তায় ‘রোমিও’দের দাপাদাপি, আতঙ্কে মহিলারা



লালবাগ: বেশ কিছুদিন ধরে মুর্শিদাবাদ থানার আয়েসবাগ আমতলা থেকে নতুনগ্রাম পঞ্চায়েত অফিস যাওয়ার রাস্তায় ‘রোমিও’দের দাপাদাপি শুরু হয়েছে। সকাল হলেই মুর্শিদাবাদ থানা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে বাইক নিয়ে হাজির হচ্ছে অচেনা মুখের অল্পবয়সি রোমিওরা। মহিলাদের উত্যক্ত করার পাশাপাশি তারা কটুক্তি ছুঁড়ে দিচ্ছে বলে অভিযোগ। গত একমাসে এক নাবালিকা সহ দু’জনকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে জানা গিয়েছে। সামাজিক সম্মানহানির ভয়ে কেউ মুখ খুলছেন না। এদিকে গ্রামীণ রাস্তায় দিনভর বেপরোয়া গতিতে চলছে বাইক নিয়ে স্টান্টবাজি। স্বাভাবিকভাবেই আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা। কখন কোন পরিস্থিতির মুখে পড়তে হয়, এই আশঙ্কায় অল্পবয়সি থেকে মাঝবয়সি মহিলারাও একা রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন।

মুর্শিদাবাদ থানার প্রসাদপুর পঞ্চায়েতের আয়েসবাগ আমতলা থেকে নতুনগ্রাম পঞ্চায়েত অফিস হয়ে লালবাগ যাওয়ার রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। নিমতলা, আয়েসবাস, ফুলবাগান, চুনাখালি, শ্রীশনগর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। কিন্তু, বেশ কিছুদিন ধরে অচেনা মুখের রোমিওদের দৌরাত্ম্যে উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। ফুলবাগানের বাসিন্দা অশোক পাল বলেন, এই রাস্তা দিয়ে নতুনগ্রাম ও প্রসাদপুর পঞ্চায়েতের মানুষজন চলাচল করেন। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে, সকাল ১০টা বাজতেই এই রাস্তায় বাইকের দাপাদাপি শুরু হচ্ছে। বেপরোয়া গতিতে বাইক চালানোর পাশাপাশি সুযোগ পেলেই মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করা হচ্ছে। সপ্তাহ দু’য়েক আগে বছর ১৫-র এক ছাত্রী টিউশন পড়ে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। ফুলবাগান কবরস্থান সংলগ্ন ফাঁকা জায়গায় দু’জন তার শ্লীলতাহানির চেষ্টা করে। ওই ছাত্রী কোনও রকমে পালিয়ে আসে। দিন চারেক আগে এক বিবাহিত মহিলা সাইকেলে চেপে যাচ্ছিলেন। পিছন থেকে বাইক নিয়ে এসে সাইকেলে ধাক্কা মেরে ফেলে দেয়। যদিও দু’টি ক্ষেত্রেই লোক জানাজানির ভয়ে কেউ মুখ খোলেননি। 

গৃহবধূ বাবলি পাল বলেন, খুব আতঙ্কের মধ্যে রয়েছি। মেয়েকে একা রাস্তায় ছাড়তে পারছি না। পুলিস-প্রশাসন কড়া হাতে এসব দমন করুক। গৃহশিক্ষক অসীম দে বলেন, অনেক মেয়ে টিউশন পড়তে আসে। ওরা বাড়ি ফিরে না যাওয়া পর্যন্ত দুশ্চিন্তায় থাকি।

মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকার বলেন, এখনও পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। রোমিওদের দৌরাত্ম্য বন্ধ করতে ওই রাস্তায় নজরদারি চালানো হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...