একুশে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, মঞ্চে সম্মাননা পাবেন শিক্ষকরা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

একুশে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, মঞ্চে সম্মাননা পাবেন শিক্ষকরা



কলকাতা: হাতে মাত্র তিনদিন। সোমবার তৃণমূলের মেগা কর্মসূচি ধর্মতলার বুকে। সমাবেশ কেন্দ্রিক প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। মঞ্চ বাঁধার কাজ চলছে পুরোদমে। ধমর্তলার ভিক্টোরিয়া হাউসের সামনে শতাধিক কর্মী দিন-রাত কাজ করছেন মঞ্চ তৈরি এবং পার্শ্ববর্তী অংশ সাজিয়ে তুলতে। মূল মঞ্চ ছাড়াও আরও দুটি মঞ্চ তৈরি হচ্ছে। একটি মঞ্চে বসবেন পুরসভা ও পঞ্চায়েত স্তরের বাছাই করা জনপ্রতিধিরা। আরও একটি মঞ্চে শিক্ষকদের বসার ব্যবস্থা হচ্ছে। দলীয় সূত্রে খবর, তৃণমূলের শিক্ষক সংগঠনের গুরুত্বপূর্ণ পদাধিকারিদের সম্মাননা জ্ঞাপন করতেই এই ব্যবস্থা। মূল মঞ্চে তিনটি স্তর থাকছে। সাংসদ, বিধায়ক, জেলা ও রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ পদাধিকারীরা বসবেন মূল মঞ্চে। থাকবেন শাখা সংগঠনের প্রধান ও রাজ্যের পদাধিকারীরা। এই মঞ্চেই থাকবেন শহিদ পরিবারের সদস্য এবং সমাজের বিশিষ্ট মানুষজন। মূল মঞ্চে ৬০০ জনের বসার ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে দফায় দফায় মূল মঞ্চ এবং ধর্মতলা চত্বর পরিদর্শন করতে দেখা গিয়েছে কলকাতা পুলিস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের। মঞ্চের খুঁটিনাটি দিক তাঁরা পরিদর্শন করেন। মূল মঞ্চে ওঠার জন্য গতবারের মতো এবারও একটি র‌্যাম্প থাকছে। ভিক্টোরিয়া হাউসের আশপাশের যে জায়গাগুলি থেকে নজরদারি চালানো এবং ওয়াচ টাওয়ার তৈরি করা হবে, সেদিকগুলিও খতিয়ে দেখে নেন পুলিস কর্মীরা। সভার আয়োজন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজ্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের বৈঠক হয়েছে পুলিসের। কোন এলাকায় তৃণমূলের কোন নেতা দায়িত্বে থাকবেন, তার একটি তালিকা দলের পক্ষ থেকে তৈরি করে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে সল্টলেকের সেন্ট্রাল পার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূল কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শনিবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তৃণমূল কর্মীরা কলকাতায় চলে আসবেন। তবে বৃহস্পতিবার এমন ছবিও দেখা গিয়েছে, পথচলতি তৃণমূল কর্মী এবং উৎসুক মানুষজন যাত্রাপথে দাঁড়িয়েছেন ভিক্টোরিয়া হাউসের সামনে। ২১ জুলাইয়ের মঞ্চ বাঁধার প্রস্তুতি চাক্ষুষ করেছেন তাঁরা। এখন অপেক্ষা সোমবারের জন্য। নেতৃত্বের দাবি, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় যে সংখ্যক মানুষ সমবেত হয়েছিলেন, সেই ছবিই বলে দিয়েছে, ওটা ছিল জনসমাগমের ট্রেলার। সিনেমা সোমবার বেলা ১২টায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...