জব্বলপুর: মিনি স্কার্ট, জিনস, টপ পরা যাবে না। পরলে মন্দির দর্শন করতে হবে বাইরে থেকেই। মধ্যপ্রদেশের জব্বলপুরের ৪০টি মন্দিরের বাইরে এমন পোস্টার লাগানো হয়েছে। যা ঘিরে বিতর্ক দানা বেঁধেছে।
জানা গিয়েছে, একটি হিন্দু সংগঠনের তরফে এই পোস্টার লাগানো হয়েছে। সেখানে মহিলাদের উদ্দেশে লেখা হচ্ছে, ‘হাফ প্যান্ট, বারমুডা, ছোট পোশাক, মিনি স্কার্ট পরে মন্দিরে আসবেন না। এগুলি পরে মন্দিরের বাইরে থেকেই দর্শন করুন। ভারতীয় সংস্কৃতি মেনে পোশাক পরিধান করুন।’ সংগঠনের তরফে অনুরোধ করা হয়েছে, ‘এই পোস্টারগুলিকে অন্যভাবে নেবেন না। ভারতীয় সংস্কৃতিকে বাঁচাতেই এই উদ্যোগ।’ সমাজকর্মী তথা আইনজীবী রঞ্জনা কুরারিয়া এধরনের পোস্টারের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, ‘আমরা কী পরব বা না পরব, সেটা আমাদের মর্জিমাফিক। শাড়ি হোক বা কুর্তা সালওয়ার কিংবা অন্য কিছু— আমরা যে পোশাকে স্বচ্ছন্দ্য, সেই পোশাকই পরব। পোস্টার লাগিয়ে কেউ আমাদের চিন্তাভাবনা কীভাবে ঠিক করে দিতে পারে? মন্দিরে আগত মহিলা ভক্তদের আঘাত করবে এধরনের পোস্টার।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন