মস্কো: বৃহস্পতিবার রাশিয়ার পূর্ব প্রান্তে মাঝ আকাশে রহস্যজনকভাবে ‘গায়েব’ হয়ে গেল আস্ত একটি যাত্রীবাহী বিমান। প্রায় ৫০ জন আরোহী আছেন ওই এএন-২৪ বিমানটিতে। হঠাৎকরে এয়ার ট্রাফিক কনট্রোলারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নিখোঁজ বিমানটির সন্ধান চলছে বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় সরকার।
স্থানীয় আপৎকালীন মন্ত্রক জানিয়েছে, নিখোঁজ বিমানটি সার্বেরিয়ার ‘অ্যাঙ্গারা’ নামে একটি বিমান সংস্থার। চীন সীমান্ত লাগোয়া টিন্ডা শহরে যাওয়ার পথে সেটির সঙ্গে রেডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রিজিওনাল গভর্নর ভাসিলি ওরলোভ সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিখোঁজ বিমানটিতে মোট ৪৩ জন যাত্রী ও ছ’জন ক্র মেম্বার আছেন। যাত্রীদের মধ্যে পাঁচটি শিশুও আছে। নিখোঁজ বিমানটির সন্ধানে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
যদিও যাত্রী সংখ্যা অনেকটা কম করে দেখিয়েছে রুশ আপৎকালীন মন্ত্রক। তাদের বক্তব্য অনুযায়ী নিখোঁজ বিমানটিতে ৪০ জনের বেশি যাত্রী নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন