নয়াদিল্লি: সস্তায় রাশিয়া থেকে তেল কিনলে চাপবে চড়া শুল্কের বোঝা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই এবার সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিলেন মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহামও। এমনকী চীন ও ব্রাজিলের নাম করেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর সাফ কথা, ইউক্রেনের সঙ্গে সংঘাত চালিয়ে যেতে এই তেল বিক্রির টাকাই সাহায্য করছে রুশ প্রেসিডেন্ট পুতিনকে। এর আগে ভারত ও চীনের পণ্যের উপর ৫০০ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব দিয়ে বিল পাশ করাতে সরব হয়েছিলেন গ্রাহাম। মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন সেনেটর দাবি করেন, মস্কোর ৮০ শতাংশ খনিজ তেলই তাদের বাণিজ্য-বন্ধু ভারত, চীন ও ব্রাজিল কিনে নেয়। আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি বলেন, ‘তোমরা যদি রাশিয়ার সস্তা তেল কেনা বন্ধ না করো, তাহলে আমরা তোমাদের অর্থনীতিটাকেই ধ্বংস করে দেব।’
শুধু আমেরিকাই নয়, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। যদিও এই যাবতীয় চাপের কাছে নতিস্বীকার না করে এদিনই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দিল্লি। রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে পশ্চিমী দুনিয়ার এই লাগাতার হুঁশিয়ারির প্রেক্ষিতে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, দেশবাসীর জ্বালানির চাহিদাপূরণকে নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। আর এর জন্য যা যা করণীয়, তা করা হবে। পাশাপাশি পশ্চিমী দেশগুলিকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, ‘দু-মুখো নীতি নিয়ে চলা যায় না। ইউরোপের নিজস্ব সমস্যা রয়েছে জানি। কিন্তু ভুললে চলবে না, বাকি বিশ্বও নিজেদের সঙ্কটের সঙ্গে লড়ছে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন