গ্রিন করিডর করে আলিপুর চিড়িয়াখানা থেকে বেঙ্গল সাফারিতে ১৮ নতুন প্রাণী - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

গ্রিন করিডর করে আলিপুর চিড়িয়াখানা থেকে বেঙ্গল সাফারিতে ১৮ নতুন প্রাণী



শিলিগুড়ি: বেঙ্গল সাফারি পার্কে এল একজোড়া ঘড়িয়াল সহ একদল নতুন অতিথি। সোমবার ভোরে আলিপুর চিড়িয়াখানা থেকে ১৮টি নতুন প্রাণী আনা হয়েছে। এরমধ্যে একজোড়া স্ত্রী ঘড়িয়াল ছাড়াও রয়েছে একজোড়া হিমালয়ান ব্ল্যাক বিয়ার, দু’টো পুরুষ ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, দু’জোড়া পেইন্টেড স্টর্ক বার্ড, এক জোড়া স্পুনবিল বার্ড ও তিন জোড়া গ্রিন ইগুয়ানা। 

আলিপুর চিড়িয়াখানা থেকে অতিথিদের গ্রিন করিডর করে তিনটি বিশেষ অ্যাম্বুলেন্সে আনা হয়। প্রাণীদের আনতে বেঙ্গল সাফারি থেকে পাঠানো হয়েছিল প্রাণী বিশেষজ্ঞ, পশু চিকিৎসক ও বনদপ্তরের বিশেষ টিমকে। সাফারি পার্কে আগে থেকে তিনটি হিমালয়ান ব্ল্যাক বিয়ার - ধ্রুব, মোহিনী ও রুবি ছিল। দীর্ঘদিন ধরে তাদের প্রজনন না হওয়ায় নতুন সঙ্গিনী চার বছরের মাধাই ও পাঁচ বছরের বিন্দুকে আনা হল। সব মিলিয়ে সাফারি পার্কে এখন পাঁচটি ভল্লুক হল। 

ঘড়িয়াল ছিল তিনটি। একটি পুরুষ ও দু’টি স্ত্রী। একজোড়া নতুন স্ত্রী ঘড়িয়াল আসায় এখন ঘড়িয়ালের সংখ্যাও পাঁচ হল। তবে বেঙ্গল সাফারিতে এবার প্রথম দেখা যাবে ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, পেইন্টেড স্টর্ক, স্পুনবিল ও গ্রিন ইগুয়ানা। 

সবকিছু ঠিকমতো চললে পুজোর আগেই নতুন অতিথিরা দর্শকদের সামনে আসবে। তাই পুজোর আগে বেঙ্গল সাফারিকে আরও আকর্ষণীয়ভাবে  সাজিয়ে তুলতে প্রায় চার কোটি টাকা বরাদ্দ হয়েছে। বেঙ্গল সাফারির ডিরেক্টর বিজয় কুমার বলেন, নতুন প্রাণীরা সুস্থ রয়েছে। পর্যবেক্ষণের পর পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে এদের দর্শকদের সামনে আনা হবে। 

রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, কিছুদিন আগে আমি বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনের সময় বেশকিছু পরামর্শ পেয়েছিলাম। সেইমতো আলোচনা করে এই প্রাণীদের পাঠানো হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...