কল্যাণী: দু’টি গোল করে থাইল্যান্ডের বিরুদ্ধে ভারতকে জিতিয়েছেন। এশিয়া কাপের মূল পর্বে তুলেছেন দেশকে। অস্ট্রেলিয়া যাওয়ার টিকিট নিশ্চিত করে ফেলেছে দল। কল্যাণীতে এ খবর পৌঁছনোর পর প্রায় উৎসবের পরিবেশ। গয়েশপুরের গর্ব মহিলা ফুটবলার সঙ্গীতা বাসফোরের কীর্তি নিয়ে চলছে মাতামাতি।
ভারতের হয়ে নেমে জোড়া গোল করে এখন হিরোর মর্যাদা পাচ্ছেন সঙ্গীতা। ভারতীয় মহিলা ফুটবল দল ২-১ গোলে থাইল্যান্ডের বিরুদ্ধে জিতেছে। দল এখন এশিয়া কাপের মূল পর্বে। শনিবার খেলায় দেশের হয়ে দু’টি গোলই করেছেন সঙ্গীতা। বর্তমানে তিনি দলের সঙ্গে বিদেশে। কিছুদিনের মধ্যে বাড়ি ফেরার কথা। আপাতত সেই অপেক্ষায় রয়েছে তাঁর পরিবার। কল্যাণী থানার গয়েশপুর পুরসভার গান্ধী মেমোরিয়াল হাসপাতাল আবাসনে থাকে পরিবার। সেখানেই জন্ম সঙ্গীতার। মা হাসপাতালের সাফাইকর্মী। চার বোনের মধ্যে সঙ্গীতা সেজ। ছোট থেকেই খেলাধুলায় ভালো। ফলে উৎসাহ দিতেন মা। অতি সাধারণ পরিবারের মেয়েটি নিজের চেষ্টায় মুখ উজ্জ্বল করেছেন দেশের। এখন চাকরি করেন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এসএসবি’তে মেয়ে কবে বাড়ি আসবে তার অপেক্ষায় মা ফুলঝুরি বাসফোর এবং প্রতিবেশীরা। ফুলঝুরিদেবী বলেন, ‘জেতার পর কথা হয়েছে মেয়ের সঙ্গে। আমরা খুব খুশি। এলাকার অনেকের সহযোগিতায় ও এই জায়গায় পৌঁছেছে। ফিরুক তারপর সবাই মিলে আনন্দ করব।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন