বারাসত: এবার উত্তর ২৪ পরগনা জেলায় ১ লক্ষ ১২ হাজার ১১৭ জন পড়ুয়া পাবে সবুজসাথীর সাইকেল। সেগুলি বিতরণের জন্য সমস্ত প্রক্রিয়া শেষ করে রেখেছে দপ্তর। রাজ্যের তরফে সংশ্লিষ্ট এজেন্সি সাইকেল পাঠালে তা পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে। তবে তথ্য বলছে, এক্ষেত্রে জেলায় এগিয়ে রয়েছে ছাত্রীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলির মধ্যে সবুজসাথী অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। স্কুল থেকে আসা রিপোর্টের ভিত্তিতেই এবার গোটা জেলায় ১ লক্ষ ১২ হাজার ১১৭ জনকে সাইকেল দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার একাদশ ধাপে সাইকেল বিতরণ করা হবে। দশম দফায় জেলার টার্গেট ছিল ৯৯৬১৩টি সাইকেল। তার মধ্যে ৯৬১৬০টি সাইকেল পড়ুয়াদের দেওয়া হয়েছে। কোনও পড়ুয়ার সাইকেল পেতে বাকি নেই। এবারের লক্ষ্যমাত্রার মধ্যে ছাত্রের সংখ্যা ৫৫ হাজার ৪৬৫ জন, আর ছাত্রীর সংখ্যা ৫৬ হাজার ৬৫২।
দপ্তরের দাবি, যেসব ছাত্রছাত্রীর বাড়ি থেকে স্কুলের দূরত্ব কয়েক কিলোমিটার, তাদের প্রভূত সুবিধা হয় সাইকেল পেলে। নিত্য গাড়িভাড়ার খরচও লাগবে না। স্কুলে আসতে অনেকের কাছে সাইকেলই প্রধান ভরসা। আবার অনেক পড়ুয়া রয়েছে, যাদের সাইকেল কেনার সামর্থ্য নেই। তাই যত দ্রুত সম্ভব সাইকেল বণ্টন শুরু হোক, চাইছেন স্কুলের শিক্ষকরাও। সেক্ষেত্রে নভেম্বর মাসের মধ্যে সব পড়ুয়াকে সাইকেল দেওয়ার টার্গেট পূরণ করতে চাইছে জেলা প্রশাসন। এনিয়ে জেলাশাসক শরদকুমার দ্বিবেদী বলেন, রাজ্য থেকে সাইকেল পাঠানো হলেই দ্রুত বিতরণ করা হবে। আমরা সমস্ত প্রস্তুতি সেরে রেখেছি। আর জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, সবুজসাথীর ফলে পড়াশোনার প্রতি ছাত্রীরা যে উৎসাহিত হচ্ছে, সরকারি পরিসংখ্যানই সেই কথা বলে দিচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন