নয়াদিল্লি: পহেলগাঁও হামলার পরে তলানিতে ভারত-পাক সম্পর্ক। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা কারও জানা নেই। কূটনৈতিক তিক্ততার রেশ পড়েছে বাইশ গজে। বিভিন্ন মহলে প্রবল আপত্তিতে বাতিল হয়ে গেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস-এ ভারত-পাক মহারণ। আজ এজবাস্টনে মুখোমুখি হওয়ার কথা ছিল দু’দলের। কিন্তু জঙ্গীদের মদতদাতা পাকিস্তানের সঙ্গে খেলবেন না বলে সাফ জানিয়ে দেন হরভজন সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, ইউসুফ পাঠানের মতো একঝাঁক ভারতীয় প্লেয়ার। যার জেরে ম্যাচ বাতিলের কথা ঘোষণা করেন আয়োজকরা।
বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে ইংল্যান্ডের এজবাস্টনে গত ১৮ জুলাই থেকে শুরু হয়েছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’। ভারতীয় দলের ক্যাপ্টেন যুবরাজ। এছাড়া দলে আছেন সুরেশ রায়না, অম্বাতি রায়ডুদের মতো তারকা প্রাক্তনীরা। গত শুক্রবার উদ্বোধনী ম্যাচে পরস্পরের মুখোমুখি হয় ইংল্যান্ড ও পাকিস্তান দল। কিন্তু সব আগ্রহ ছিল ভারত ও পাক ম্যাচ ঘিরে। যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এজবাস্টনে, ২০ জুলাই। পহেলগাঁও হামলার প্রেক্ষিতে যা ভালোভাবে নিতে পারেননি বহু মানুষ। ভারতীয়দের মধ্যে দেখা গিয়েছিল তীব্র প্রতিক্রিয়া। তাছাড়া হরভজন, ইউসুফ পাঠানরাও পাকিস্তান ম্যাচ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে দেন। যার পরিপ্রেক্ষিতে আয়োজকরা শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের কথা ঘোষণা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন