মস্কো: মাত্র ৩২ মিনিটের মধ্যে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে পর পর তিনটি শক্তিশালী ভূমিকম্প। যার জেরে ভারতীয় সময় রবিবার দুপুরে সুনামি সতর্কতা জারি হল রাশিয়ায়। পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি উপকূলের একই এলাকায় শক্তিশালী ভূমিকম্প তিনটি আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন সংস্থা ইউএসজিএস। এর উৎসস্থল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-র তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, এদিনের সবথেকে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল ৭.৫। তার আগে দিনের শুরুতে আরও দু’বার কেঁপে উঠেছিল ওই এলাকা। মাত্রা ছিল যথাক্রমে ৬.৭ এবং ৫.০। কিন্তু তখন কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি। কিন্তু আসলে সেটা ছিল ট্রেলার। ভারতীয় সময় রবিবার দুপুর দেড়টা নাগাদ যে কম্পন হয়, তার মাত্রা দেখে বিশেষজ্ঞদের কপালে চোখ উঠে যায়। ৭.৫ মাত্রার এই কম্পন থেকে সুনামি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে বলে সতর্ক করে দেয় ইউএসজিএস।
সর্বাধিক ঝুঁকির মুখে পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি। শহরটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের উত্তর-পূর্বে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের পশ্চিমে কমচাতকা অঞ্চলে অবস্থিত। বাসিন্দার সংখ্যা এক লক্ষ ৬৩ হাজারেরও বেশি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন