কলকাতা: আন্তর্জাতিক বা দেশের অন্যান্য রাজ্যে অনুষ্ঠিত কনফারেন্স, কর্মশালা বা বৈঠক থেকে ফিরে রাজ্যকে রিপোর্ট জমা দিচ্ছেন না সংশ্লিষ্ট আধিকারিকরা। যা নিয়ে ক্ষুব্ধ নবান্ন। প্রতিটি দপ্তরকে এই বিষয়ে সতর্ক করে চিঠি দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। এমন অনুষ্ঠান থেকে ফিরেই রিপোর্ট জমার নির্দেশ নবান্নের।
মুখ্যসচিবের দেওয়া চিঠিতে সাফ বলা হয়েছে, এমন একাধিক ঘটনা রয়েছে যে সমস্ত ক্ষেত্রে আধিকারিকরা ফিরে এসে কোনও রিপোর্ট জমা দেওয়ার প্রয়োজনই মনে করেননি। সেই ক্ষেত্রে রাজ্য যাঁদের এই সমস্ত বৈঠকে যাওয়ার অনুমোদন দেয়, তাঁরা সেখানে গিয়ে কী করলেন বা তাঁদের এই সমস্ত কর্মসূচিতে যোগ দেওয়ার ফলে রাজ্য কীভাবে উপকৃত হতে পারে তার কোনও তথ্যই থাকে না নবান্নের হাতে। এই ক্ষেত্রে নিয়ম হল, দপ্তরের মাধ্যমে নবান্নে রিপোর্ট পাঠানো। আর সেই কারণেই দপ্তরগুলিকেই এই বিষয় পদক্ষেপ নিতে বলা হয়েছে মুখ্যসচিবের তরফে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন