বহরমপুর: মুর্শিদাবাদের ভরতপুরে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ। পুলিস জানিয়েছে, মৃতের নাম ষষ্ঠী ঘোষ (৫২)। বুধবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের শুনিয়া এলাকায়। বাঁধের উপরেই দেহ ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহাকুমা হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ব্লক সভাপতির অত্যন্ত ঘনিষ্ঠ ছিল ষষ্ঠী। আলুগ্রামে কুঁয়ে নদীর বাঁধের উপরে কে বা কারা তাঁকে কুপিয়ে খুন করে। কী কারণে এই খুন, তা খতিয়ে দেখছে পুলিস। পুরনো শত্রুতার জেরে খুন, নাকি রাজনৈতিক কারণে এই কাণ্ড, তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন