কলকাতা: দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডে ফুটপাতেই খুন হলেন এক যুবক। মঙ্গলবার সকালে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিস। মৃতের নাম সোমনাথ চক্রবর্তী (২৮)। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। কান থেকেও রক্ত বেরচ্ছিল। স্টোনম্যানের কায়দায় ইট দিয়ে থেঁতলে তাঁকে খুন করা হয় বলে পুলিসের অনুমান। এই ঘটনায় জড়িত সন্দেহে রাজু নস্কর নামের এক যুবককে এদিন সন্ধ্যায় জয়নগর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ টালিগঞ্জ থানার কাছে খবর আসে, ফুটপাতে পিচবোর্ডের কার্টেনের উপর রক্তাক্ত অবস্থায় একটি দেহ পড়ে রয়েছে। পুলিস ঘটনাস্থলে গিয়ে দেখে, ওই ব্যক্তি পাশ ফিরে শুয়ে রয়েছেন। মাথার কাছে একটি ইট পড়ে রয়েছে। হাতে আঘাতের চিহ্ন। দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানা যায়, যুবকের নাম সোমনাথ চক্রবর্তী। ফুটপাতই তার ঠিকানা। শরৎ বোস রোডের বিভিন্ন ফুটপাতে রাতে ঘুমোন তিনি। তবে যে জায়গায় তাঁর দেহ মিলেছে, সেখানে তিনি আগে কখনও ঘুমোননি বলে দাবি করেছেন স্থানীয় এক চা দোকানি। তিনিই প্রথম ওই যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই ফুটপাতে আরও অনেকে শুয়েছিলেন। জানা যায়, ওই যুবক গাড়ি ধোয়ার কাজ করতেন। তার সঙ্গে অনেকদিন ধরেই ঝামেলা ছিল রাজু নস্করের। রাজুও ওই এলাকায় গাড়ি ধোয়ার কাজ করে। স্থানীয়দের দাবি, রাজুর কয়েকটি গাড়ি সম্প্রতি ধুতে শুরু করেছিল সোমনাথ। এ নিয়ে তাদের মধ্যে বচসা তীব্র হয়। তার থেকেই এই খুনের ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিসের। ঘটনার পর রাজু বেপাত্তা হয়ে যাওয়ায় সন্দেহ বাড়ে পুলিসের। জানা যায়, তার বাড়ি জয়নগরে। টালিগঞ্জ থানার টিম দ্রুত জয়নগরে গিয়ে তাকে বাড়ি থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, সে ইট দিয়ে সোমনাথের মাথায় আঘাত করেছে। মধ্যরাতে এই ঘটনা ঘটিয়ে প্রথম ট্রেন ধরে জয়নগর চলে এসেছে সে। পুরনো আক্রোশ থেকেই সে এই ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে। এরপরই রাজুকে গ্রেপ্তার করে পুলিস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন