২১ জুলাই: খাবারে বিষক্রিয়ার জেরে আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও তাঁর অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকরা বাড়িতেই বিশ্রাম নিতে নির্দেশ দিয়েছেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী তিনদিন বাড়িতে বসেই যাবতীয় কাজ করবেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তাঁর দপ্তরের তরফে বলা হয়েছে, ৭৫ বছর বয়সি নেতানিয়াহু গতকাল, রবিবার রাতে অসুস্থ হয়ে পড়েন।
তাঁর শরীরে জল কমে গিয়েছে ও অন্ত্রে প্রদাহ ধরা পড়েছে। তিনি আপাতত স্যালাইন নিচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতেই বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন। বিগত কয়েক বছরে মাঝে মাঝেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ইজরায়েলের প্রধানমন্ত্রীর। কিছু মাস আগেই মূত্রনালিতে সংক্রমণের জন্য তাঁর প্রস্টেটের অপারেশন হয়। ২০২৩ সালে বসেছে পেসমেকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন