কলকাতা: এবছরই প্রথম রথযাত্রা পালন হবে দীঘায়। নবনির্মিত জগন্নাথ মন্দিরকে ঘিরে এই উন্মাদনা চরমে উঠেছে। ফলে রথের দিন দুই লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় দীঘায় উপচে পড়বে বলেই ধরে নিচ্ছে রাজ্য প্রশাসন। ফলে তাঁদের নিরাপত্তা ব্যবস্থা, দড়ি টানার সুযোগ করে দেওয়া, বিনামূল্যে প্রসাদ বিতরণ থেকে শুরু এই সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে বৃহস্পতিবার নবান্ন সভাঘরে প্রায় দু’ঘণ্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দীঘায় মন্দির থেকে মাসির বাড়ি প্রায় এক কিমি দূরত্বে অবস্থিত। নিরাপদে যাতে সকলকে প্রভু জগন্নাথের রথের দড়ি ছুঁতে পারেন, সেই লক্ষ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী ২৭ জুন রথযাত্রা। ২৬ জুন বিকেল ৪টের মধ্যে মুখ্যমন্ত্রীর দীঘায় পৌঁছনোর কথা। রথের সামনের রাস্তা সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন তিনি।
মন্দির উদ্বোধনের মতোই রথের সময়ও নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে। যেহেতু সমস্ত হোটেল বুকিং হয়ে গিয়েছে। তাই উদ্বোধনের সময়ের জন্য বেশকিছু হ্যাঙার তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কোনও হোটেল যাতে অতিরিক্ত ভাড়া না নেয়, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। মেডিক্যাল ক্যাম্প, জলছত্র ছাড়াও সমস্ত জায়গায় ‘মে আই হেল্প ইউ ক্যাম্প’ রাখারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কাজের নজরদারির জন্য পাঁচ মন্ত্রীকে বিশেষ দায়িত্ব দিয়েছেন তিনি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন