হানিমুন মার্ডার কাণ্ড: রাজা রঘুবংশী খুনে ব্যবহৃত অস্ত্র কেনা হয় গুয়াহাটি থেকে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

হানিমুন মার্ডার কাণ্ড: রাজা রঘুবংশী খুনে ব্যবহৃত অস্ত্র কেনা হয় গুয়াহাটি থেকে






নয়াদিল্লি: মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে হাড়হিম হত্যাকাণ্ড। স্ত্রী, তাঁর প্রেমিক ও তিন সঙ্গীর ষড়যন্ত্রে রাজা রঘুবংশীর খুনের ঘটনা সাড়া ফেলেছে গোটা দেশজুড়ে। ঠিক কি হয়েছিল ২৩ মে? ঘটনার তদন্ত করছে পুলিস। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজাকে খুনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি গুয়াহাটি স্টেশনের কাছাকাছি কোনও জায়গা থেকে কেনা হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের। এই চপার দিয়েই রাজাকে পরপর কোপানো হয়। তবে, রাজা রঘুবংশী আত্মরক্ষার চেষ্টা করেছিল বলেও মনে করছেন তদন্তকারীরা। 
এরই মধ্যে প্রকাশ্যে এল সোনম-রাজার সম্ভবত শেষ রেকর্ডেড ভিডিও। দেব সিংহ নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সেসময় মেঘালয় সফরে ছিলেন। ট্রেকিংয়ের সময় দেবের তোলা ভিডিওতেই ধরা পড়েছে রাজা ও সোনমের ছবি। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে দেব জানিয়েছেন. ‘২৩ মে আমি ডবল ডেকার রুট ব্রিজ দেখতে গিয়েছিলাম। গতকাল সেই ভ্রমণের ভিডিও ফুটেজ দেখতে গিয়ে হঠাৎই রাজা ও সোনমের ছবি লক্ষ্য করি। সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ আমি যখন নীচে নামছিলাম, তখন ওরা ওপরের দিকে উঠছিল। আমার মনে হয়, এটাই দম্পতির শেষ ভিডিও। যেখানে সাদা শার্ট পরিহিত সোনমকে দেখা গিয়েছে। রাজা রঘুবংশীর দেহের কাছে উদ্ধার হয়েছিল এমনই একটি সাদা শার্ট’। ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দাবি করেছে, খুনের অভিযোগে গ্রেপ্তার হওয়া অন্য তিন জনের ভিডিও তাঁর কাছে রয়েছে। তারা রাজা ও সোনমের ২০ মিনিট আগে যাত্রা শুরু করেছিল বলেও দাবি করেছেন তিনি। মেঘালয় পুলিসকে তদন্তের সহযোগিতার জন্য তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন দেব সিংহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...