নয়াদিল্লি: পাইলট প্রজেক্ট সেভাবে সাফল্য পায়নি। তাই ২৪ ঘণ্টা নয়। বরং ট্রেন ছাড়ার আট ঘণ্টা আগে ‘চার্ট’ তৈরি করবে রেল। বর্তমানে ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে প্রথম যাত্রী তালিকা প্রকাশ করে রেলমন্ত্রক। কিন্তু শেষমুহূর্তে আপডেট পাওয়ার কারণে টিকিট কনফার্ম না হওয়া রেল যাত্রীদের একটা বড় অংশকেই প্রবল সমস্যায় পড়তে হয়। সেই কারণে যাত্রা শুরুর একদিন আগে ‘চার্ট’ তৈরির পরিকল্পনা করেছিল রেল৷ রাজস্থানের বিকানির রেল শাখায় পরীক্ষামূলকভাবে তা চালুও হয়।
সম্প্রতি এই ব্যাপারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল বোর্ডের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন৷ সেখানেই যাত্রা শুরুর আট ঘণ্টা আগে যাত্রী তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার রেল বোর্ড জানিয়েছে যে, যদি কোনও ট্রেন বেলা ২টোর আগে ছাড়ে, তাহলে ওই ট্রেনের যাত্রী তালিকা আগের রাত ৯টায় প্রস্তুত করে দেওয়া হবে। বেলা ২টো কিংবা তার পরবর্তী সময়ের ট্রেনের যাত্রী তালিকা তৈরি হবে আট ঘণ্টা আগে৷ রেলমন্ত্রকের আধিকারিকদের দাবি, আট ঘণ্টা আগে চার্ট তৈরি হলে টিকিট কনফার্ম না হওয়া যাত্রীরা বিকল্প যাত্রা পরিকল্পনার জন্য হাতে পর্যাপ্ত সময় পাবেন। পর্যায়ক্রমে এই ব্যবস্থা চালুর নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন রেলমন্ত্রী।
যদিও পাইলট প্রজেক্ট চালু হওয়া সত্ত্বেও কেন ২৪ ঘণ্টার সময়সীমা মানা গেল না, তার কোনও ব্যাখ্যা অবশ্য রেলমন্ত্রকের পক্ষ থেকে দেওয়া হয়নি। এরই পাশাপাশি এদিন রেল বোর্ড জানিয়েছে যে, প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমও ঢেলে সাজানো হচ্ছে। এখন প্রতি মিনিটে ৩২ হাজার টিকিট পিআরএস সিস্টেমে কাটা সম্ভব। আগামী ডিসেম্বরের মধ্যে মিনিটে দেড় লক্ষেরও বেশি টিকিট বুকিং সম্ভব হবে। টিকিট এনকোয়ারির সীমাও মিনিটে চার লক্ষ থেকে বেড়ে ৪০ লক্ষের বেশি হবে৷ সেইমতোই পিআরএস ব্যবস্থায় পরিবর্তনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে রেলের প্রযুক্তিগত সহায়ককারী সংস্থা ক্রিসের কাছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন