২৬’এর নির্বাচনের আগে একুশে জুলাই রেকর্ড জমায়েতের টার্গেট - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ১৫ জুন, ২০২৫

২৬’এর নির্বাচনের আগে একুশে জুলাই রেকর্ড জমায়েতের টার্গেট

 


 

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা ভোটের লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। আসন্ন একুশে জুলাই শহিদ দিবসের সমাবেশে রেকর্ড জমায়েত করে ভোটের ঢাকে কাঠি ফেলবে জোড়াফুল শিবির।


যেহেতু সামনের বছর বিধানসভা নির্বাচন, তাই এবার বাড়তি উন্মাদনা নিয়ে ঝাঁপাতে চলেছে তৃণমূলের নেতা, কর্মী-সমর্থকরা। আগামী ২১ জুলাই মেগা কর্মসূচি হতে চলেছে তৃণমূলের।  যার প্রথম প্রস্তুতি বৈঠক হল শনিবার। এদিন ভবানীপুরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি একুশে জুলাইয়ের আয়োজন নিয়ে বৈঠক করেন। যেখানে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসু সহ  তৃণমূলের শীর্ষ নেতারা। এদিনই তৃণমূলের তরফে একুশে জুলাইয়ের ব্যানার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ওই ব্যানারে ধর্মতলা চলো ডাক দেওয়া হয়েছে। বেলা বারোটায় সভা শুরু হবে। ব্যানারে শুধুমাত্র তৃণমূল নেত্রীর ছবি থাকবে বলে দলকে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে বিষয়টি এদিন দলের বৈঠকে তুলে ধরেন সুব্রত বক্সি। পরে সাংবাদিক বৈঠকেও তা স্পষ্ট করে দেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। যেখানে নেতৃত্বের ব্যাখ্যা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ১৯৯৩ সালের ২১ জুলাই তিনি খুব ছোট ছিলেন। পরবর্তী সময়ে একুশে জুলাইয়ের কর্মসূচি এবং আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।আর একুশে জুলাই সমাবেশের প্রধান বক্তা তৃণমূল নেত্রী। ফলে ব্যানারে নেত্রী ছাড়া অন্য কারও ছবি থাকা বাঞ্ছনীয় নয়। অভিষেকের এই অবস্থানকে কুর্নিশ জানিয়েছেন দলের অন্যান্য নেতৃত্ব।


অন্যদিকে একুশে জুলাই সংসদের অধিবেশন শুরু হবে। সেদিন তৃণমূলের কোনও সাংসদ সংসদে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ৪৭ দিন আগে ঘোষণা করা হচ্ছে কবে সংসদের অধিবেশন বসবে। যা নজির বিহীন। কিন্তু আমাদের কাছে একুশে জুলাই আবেগ এবং এই দিনটির গুরুত্ব আলাদা। ফলে আমরা সাংসদরা একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকব।


এবারের একুশে জুলাই সর্বকালীন রেকর্ড জমায়েত করে ২৬’ এর ভোটের আগে বিজেপিকে বার্তা পৌঁছে দিতে চাইছে তৃণমূল। সেই আবহে জেলার সমস্ত প্রান্ত থেকে কর্মী সমর্থকরা কীভাবে আসবেন, তার যাবতীয় আলোচনা এদিন এক প্রস্থ হয়েছে। যেখানে বলা হয়েছে, এবার ১৭ জুলাই থেকেই কর্মী-সমর্থকরা কলকাতায় এসে পড়বেন। ফলে তাঁদের থাকা- খাওয়ার ব্যবস্থা সেই দিন থেকেই করা হচ্ছে। এদিনের সাংবাদিক সম্মেলনে জয়প্রকাশ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী, অলক দাস, আশিস চক্রবর্তী, বৈশ্বানর চট্টোপাধ্যায়রা উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...