হিলি: বালুরঘাটে এক টাকার ছোট কয়েন ঘিরে চরম বিভ্রান্তি। রিজার্ভ ব্যাঙ্ক বা প্রশাসনের পক্ষ থেকে এক টাকার কয়েন বন্ধের কোনও নির্দেশিকা না থাকলেও বাজারে ক্রেতা-বিক্রেতাদের একাংশ নিতে চাইছেন না। ফলে দৈনন্দিন লেনদেনে সমস্যায় পড়ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। কেউ কেউ কলকাতায় গিয়ে জমানো কয়েন খরচ করতে বাধ্য হচ্ছেন। যার জেরে বালুরঘাট শহর ও আশেপাশের এলাকায় প্রতিদিনের খুচরো লেনদেনে সমস্যা হচ্ছে। এখন ডিজিটাল লেনদেনের সুবিধা থাকলেও ছোট দোকানদার ও হকাররা প্রতিদিনের প্রত্যক্ষ লেনদেনে অসুবিধায় পড়ছেন। ব্যবসায়ীরা সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বালুরঘাট শাখার ডেপুটি ম্যানেজার কাঞ্চন দত্ত বলেন, এক টাকার ছোট কয়েন ভারত সরকারের অনুমোদিত বৈধ মুদ্রা। এটি প্রত্যাখ্যান করা আইন লঙ্ঘনের শামিল। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, সবাইকে এই কয়েন নিতে হবে। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী বাদল দেব জানান, ছোট এক টাকার কয়েন প্রত্যক্ষ লেনদেনে গুরুত্বহীন হয়ে যাওয়ায় তাঁরাও সমস্যায় পড়েছেন। বালুরঘাটের সব্জি ব্যবসায়ী বিদ্যুৎ সরকার বলেন, অন্যগুলি নিলেও ছোট এক টাকার কয়েন ক্রেতারা নিতে চান না। বালুরঘাটের বাসিন্দা সুতীর্থ অধিকারীর কথায়, বাজার করতে গিয়ে লেনদেনে এক, দুই টাকার কয়েন খুব প্রয়োজন। কিন্তু অজ্ঞাত কারণে ছোট এক টাকার কয়েন বিক্রেতারা নিতে চান না। এ প্রসঙ্গে বালুরঘাট ব্যবসায়ী সমিতির সম্পাদক হরেরাম সাহার মন্তব্য, সমস্যার সমাধানের প্রশাসন ও ব্যাঙ্ক কর্তৃপক্ষের এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। বালুরঘাটের মহকুমা শাসক সুব্রত কুমার বর্মনের মন্তব্য, এক টাকার ছোট কয়েন বৈধ। না নেওয়ার কোনও যুক্তিসঙ্গত কারণ নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন