
আবুধাবি: বিমানবন্দরে মরক্কোর উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন যাত্রী। পরনে জোব্বা। পাশে ‘সহযাত্রী’ তাঁরই পোষ্য বাজপাখি (ফ্যালকন)। পাখি হলে কী হবে, ওই পোষ্যেরও রয়েছে ভিসা! সম্প্রতি এমনই ঘটনার সাক্ষী থাকল আবুধাবি বিমানবন্দর। ভিসা নিয়ে বাজপাখির এই বিমানযাত্রার ভিডিও সামনে এসেছে। প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে বাজপাখির ভিসা বাধ্যতামূলক করেছে সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসন। জানা গিয়েছে, এই পাখির সংখ্যা কমতে থাকার কারণেই এই বিশেষ পদক্ষেপ।
ভিডিওতে দেখা যাচ্ছে,
বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরশাহির ওই নাগরিকের সঙ্গে কথা বলছেন এক
যাত্রী। শিকারি পাখিটিকে দেখে ওই যাত্রী প্রশ্ন করেন, ‘পাখিটিও বিমানে
আমাদের সঙ্গেই যাবে?’ উত্তর আসে, ‘হ্যাঁ।’ এরপরেই প্রিয় পোষ্যের সরকারি
পাসপোর্ট খুলে দেখান মালিক। সেখানে পাখিটির লিঙ্গ থেকে শুরু করে যাত্রা
সংক্রান্ত যাবতীয় ইতিহাসের স্পষ্ট উল্লেখ রয়েছে। একইসঙ্গে তিনি জানান, এই
পুরুষ বাজপাখিটিকে স্পেন থেকে আনা হয়েছে। এবারের গন্তব্য মরক্কো। এসব তথ্য
জেনে রীতিমতো অবাক হয়ে যান ওই যাত্রী। উৎসাহ চেপে না রেখেই তিনি বলেন,
‘সত্যিই অসাধারণ!’
ঘটনার ভিডিও দেখে একাধিক প্রতিক্রিয়া সামনে এসেছে।
একজন মন্তব্য করেন, ‘ওই ব্যক্তি অত্যন্ত অমায়িক ও ভদ্র। দেখে বোঝাই যায় যে
উনি এভাবে যাতায়াতে অভ্যস্ত।’ আরেকজন লেখেন, ‘ভদ্রলোক অত্যন্ত বিনম্র। উনি
বুঝতে পারছেন যে, এমন দৃশ্য রোজ দেখা যায় না।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন