ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেনে চার জ্যোতির্মঠ যাত্রা শুরু রেলের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ৪ মে, ২০২৫

ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেনে চার জ্যোতির্মঠ যাত্রা শুরু রেলের


ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেনে চার জ্যোতির্মঠ যাত্রা শুরু রেলের

নয়াদিল্লি: অপেক্ষার অবসান। আগামী ২৭ মে চার জ্যোর্তিমঠের ‘চারধাম যাত্রা’ শুরু করছে রেল। ১৬ রাত ১৭ দিনের এই প্যাকেজ ট্যুর শুরু হচ্ছে মাথাপিছু ১ লক্ষ ৩২ হাজার টাকা থেকে। ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেনের মাধ্যমে যাবতীয় আয়োজনের দায়িত্বে থাকছে রেলমন্ত্রকের আওতাধীন সংস্থা আইআরসিটিসি (ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন)। শুক্রবার রেলমন্ত্রকের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। উত্তরে বদ্রীনাথ, পূর্বে পুরীর জগন্নাথ, দক্ষিণে রামেশ্বরম এবং পশ্চিমে দ্বারকাধীশ—এই চার জ্যোতির্মঠ ঘুরিয়ে পর্যটকদের দিল্লিতে নিয়ে আসবে রেল। মোট ১৫০ জন পর্যটকের বুকিং হবে এই প্যাকেজ ট্যুরে। তার মধ্যে ফার্স্ট ক্লাস এসি কুপে ২০টি, ফার্স্ট ক্লাস এসি কেবিনে ৩৮টি, টু টিয়ার এসিতে ৩৬টি এবং থার্ড এসিতে ৫৬টি আসন থাকবে।


ফার্স্ট ক্লাস এসি হোক বা থার্ড এসি—যে কোনও বুকিংয়েই থ্রি-স্টার অথবা সমগোত্রীয় হোটেলে পর্যটকদের জন্য রাত্রিবাসের ব্যবস্থা করা হবে। তিনটি ক্যাটিগরিতে ভাগ করে প্যাকেজ ট্যুরের দর নির্ধারিত করেছে মন্ত্রক। থার্ড এসিকে রাখা হয়েছে ‘কমফর্ট’ ক্যাটিগরিতে। এক্ষেত্রে ভাড়া মাথাপিছু ১ লক্ষ ৩২ হাজার ৫২০ টাকা থেকে ১ লক্ষ ৫৯ হাজার ৩২৫ টাকা। সেকেন্ড এসি, অর্থাৎ ‘ডিলাক্স’ ক্যাটিগরির ভাড়া শুরু হচ্ছে মাথাপিছু ১ লক্ষ ৩৭ হাজার ৬৫৫ টাকা থেকে। এক্ষেত্রে সর্বোচ্চ ভাড়া মাথাপিছু ১ লক্ষ ৭৫ হাজার ৭১৫ টাকা। ‘সুপিরিয়র’ ক্যাটিগরির ফার্স্ট ক্লাস এসির ভাড়া মাথাপিছু ১ লক্ষ ৭৫ হাজার ৩৭০ টাকা থেকে ২ লক্ষ ২ হাজার ৬৯৫ টাকা। পাঁচ থেকে ১১ বছর বয়সি বাচ্চাদের ক্ষেত্রে অবশ্য কিছুটা ছাড় মিলবে। 


প্রতিটি ক্যাটিগরির পর্যটকদের শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে ঘোরানো হবে। রেল জানিয়েছে, এই প্যাকেজ ট্যুরে চারধাম ছাড়াও হৃষিকেশের রামঝুলা ও ত্রিবেণী ঘাট, বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির, গঙ্গা আরতি, পুনের ভীমশঙ্কর মন্দির এবং নাসিকের ত্রম্বকেশ্বর মন্দিরও দেখানো হবে। পাশাপাশি, চার জ্যেতির্মঠের অন্য দ্রষ্টব্য স্থানগুলিও তাঁদের দেখানো হবে। যেমন—বদ্রীনাথের নরসিংহ মন্দির, পুরীর কোনারক সূর্য মন্দির, দ্বারকায় নাগেশ্বর মন্দির। আইআরসিটিসি ট্যুরিজম ওয়েবসাইটের মাধ্যমে বুকিং শুরু করে দিয়েছে 
রেল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...