
ইসলামাবাদ: জেলের ভিতর যৌন
নির্যাতনের শিকার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান? জেলে নিম্নমানের
খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ সহ একাধিক অভিযোগ আগেই তুলেছিল তাঁর দল পিটিআই।
এরইমধ্যে শনিবার সোশ্যাল মিডিয়ায় ইমরানের শারীরিক পরীক্ষার একটি রিপোর্ট
ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, জেলের ভিতর যৌন নির্যাতনের শিকার হয়েছেন
‘কাপ্তান’। এমন অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে যায়। যদিও এমন অভিযোগকে
‘ভুয়ো’ বলে দাবি করেছে বেশ কিছু সংবাদমাধ্যম।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে
পড়া একটি রিপোর্ট ঘিরে বিতর্কের সূত্রপাত। তা রাওয়ালপিণ্ডির পাক এমিরেটস
মিলিটারি হাসপাতালে রিপোর্ট বলে দাবি করা হয়। জানানো হয়, গত মার্চ মাসে
রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ইমরানকে।
তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পাশাপাশি ইমরানকে যে যৌন নির্যাতন করা
হয়েছে, তারও না কি প্রমাণ মিলেছে সেই রিপোর্টে। রিপোর্টটি রাওয়ালপিণ্ডিতে
পাকিস্তানি সেনার সদর দপ্তরে পাঠানো হয়েছে বলে খবর। যদিও ইমরানের পরিবার,
প্রশাসন, জেল কর্তৃপক্ষ কেউই এই অভিযোগ নিয়ে মুখ খোলেনি।
পাক সংবাদ
মাধ্যম ‘ডন’-এর একটি সোশ্যাল মিডিয়া পোস্টের স্ক্রিনশটই জল্পনার আগুনে ঘি
ঢালে। তবে সেটি আদৌ ওই সংবাদমাধ্যমের নিজস্ব পোস্ট কি না, তা নিয়েও সন্দেহ
রয়েছে। কারণ সংশ্লিষ্ট খবরটি ওই সংস্থার ওয়েবসাইটে নেই। পাশাপাশি অন্য বেশ
কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, এই ধরনের অভিযোগ, রিপোর্ট সম্পূর্ণ
মিথ্যা। সূত্রের মতে, ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল
সায়েন্সেসে ইমরানের শারীরিক পরীক্ষা করা হয়। ফলে রাওয়ালপিণ্ডিতে তাঁর
শারীরিক পরীক্ষা হওয়ার খবরটি ভুয়ো বলেই মনে করা হচ্ছে।
এদিকে জানা
গিয়েছে, সম্প্রতি ইমরানের কাছে চার জন প্রতিনিধি পাঠিয়েছিল সরকার। ইমরানের
দল যাতে সরকারের বিরোধিতা না করে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পাক
সেনাপ্রধান আসিম মুনিরের সেই আবেদন নিয়ে গিয়েছিলেন প্রতিনিধিরা। ২০১৯ সালে
মেয়াদ শেষের আগেই মুনিরকে অপসারণ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান। তখন
থেকে তাঁদের মধ্যে সম্পর্ক ভালো নয়। তবে বর্তমান পরিস্থিতিতে ইমরান ও তাঁর
দল যদি ক্রমাগত সরকারের বিরোধিতা চালিয়ে যায়, তবে বিপাকে পড়বে পাকিস্তানই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন