
নয়াদিল্লি: পহেলগাঁও হামলার সাত দিন পরে বড় পদক্ষেপ নিল ভারত। সমস্ত পাকিস্তানি বিমানের জন্য ভারতীয় আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। যে কোনও পাকিস্তানি মালিকানাধীন বিমান ও পাকিস্তানে বসে পরিচালিত হওয়া বিমানের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই তালিকায় যাত্রীবাহী বিমানের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে পাক—সামরিক বিমানকেও।
জানা গিয়েছে, ৩০ এপ্রিল থেকে আগামী ২৩মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে। উল্লেখ্য বিষয় হল. পহেলগাঁও হামলার পর পাকিস্তান কিন্তু আগেই এই পদক্ষেপ নিয়েছে। ৬ দিন আগেই ইসলামাবাদের তরফে ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ করা হয়। এবার তার পাল্টা দিল নয়াদিল্লিও। তবে সূত্রের খবর, পহেলগাঁও হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হতেই ভারতের আকাশপথ ধীরে ধীরে এড়িয়ে যেতে শুরু করেছিল পাক বিমানগুলি। এবার অফিসিয়ালি বিবৃতি জারি করে পাক বিমানগুলিকে লং-রুট ধরতে বাধ্য করল নয়াদিল্লি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন