
মুম্বই: কমেডিয়ান সময় রায়নার অনুষ্ঠান
ইন্ডিয়াস গট ল্যাটেন্টে অভিভাবকদের নিয়ে অশ্লীল মন্তব্য করেছিলেন
ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। এর জেরে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন তিনি।
একাধিক জায়গায় তাঁর নামে এফআইআর দায়ের হয়। পাশাপাশি বিতর্কে জড়ান ওই
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য কলাকুশলীরা। তাঁদের মধ্যে ছিলেন ইউটিউবার আশিস
চঞ্চলানি। তবে বিতর্কের আঁচ কমেছে। ফের কর্মজীবনে মনোনিবেশ করছেন সোশ্যাল
মিডিয়া তারকারা।
এই আবহে সিরিজ পরিচালনায় হাতেখড়ি হচ্ছে আশিসের। শোনা
যাচ্ছে, হরর কমেডি ঘরানার সিরিজের নাম ‘একাকী’। দীর্ঘ সময়ের এই সিরিজের
কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন আশিস। প্রকাশিত হয়েছে সিরিজের পোস্টারও।
তাঁর ইউটিউব ভিডিওগুলির মতো এই সিরিজেও নানা চমক থাকবে বলে খবর। গল্পে
থাকবে নতুন এক স্বাদ। নির্মাতাদের দাবি, এর আগে কোনও হরর কমেডিতে এমন ধারা
দেখেননি দর্শক। পরিচালনার পাশাপাশি সিরিজের প্রযোজকের দায়িত্বও সামলেছেন
তিনি। সঙ্গে তাঁর অভিনয়ও দেখা যাবে। আশিস ছাড়াও থাকছেন আকাশ দোডেজা, হর্ষ
রানে, সিদ্ধান্ত সারফারে, শশাঙ্ক শেঠকার, রোহিত সাধওয়ানি ও গৃশিম
নওয়ানির মতো অভিনেতারা। শীঘ্রই ইউটিউবে এই সিরিজ মুক্তি পাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন