
দক্ষিণ ২৪ পরগনা: কন্যাশ্রী প্রকল্পে কোনও ছাত্রী আবেদন করলে এবার তার দেওয়া ব্যাঙ্কের তথ্য যাচাই করা হবে। স্কুল আবেদন গ্রহণ করে মঞ্জুরের জন্য তা জেলায় পাঠাবে। এবার সেখান থেকে আবেদনকারীর দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের তথ্য সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে জানতে চাওয়া হবে যে, সেটা ওই ছাত্রীরই কি না। তারা সবুজ সঙ্কেত দিলেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। না হলে আবেদন মঞ্জুর করা হবে না।
এই পদ্ধতি এখন
রূপশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চালু আছে। কিন্তু কন্যাশ্রীতে এতদিন
স্কুলে আবেদন করা হলে তারাই সব দেখে চূড়ান্ত অনুমোদনের জন্য জেলা
প্রশাসনের কাছে পাঠিয়ে দিত। তার উপর ভিত্তি করেই জেলা সেই আবেদন মঞ্জুর
করত। আলাদা করে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করা হতো না। কিন্তু সম্প্রতি
জেলাগুলির সঙ্গে এক বৈঠকে এই ব্যাপারে কথা বলেছে নারী, শিশু ও সমাজ কল্যাণ
দপ্তর। জালিয়াতি ঠেকাতেই এই পরিকল্পনা বলে জানা গিয়েছে।
কন্যাশ্রী
প্রকল্পের টাকা নিয়ে আগে একাধিক স্কুলে কারচুপির অভিযোগ উঠেছিল। বেশ কিছু
ক্ষেত্রে স্কুলের ডেটা এন্ট্রি অপারেটরদের ভুলের জন্য একজনের টাকা অন্যের
অ্যাকাউন্টে চলেও গিয়েছিল। আবার টাকা আত্মসাৎ করতে ভুল অ্যাকাউন্ট নম্বর
দেওয়ারও অভিযোগ পাওয়া গিয়েছিল বেশ কিছু ঘটনায়। এইসব জালিয়াতি ঠেকাতেই
নয়া উদ্যোগ নিয়েছে সরকার। ছাত্রীরা যাতে প্রাপ্য টাকা পায়, সেটাই নিশ্চিত
করা হবে। চলতি মাস বা আগামী মাসের মধ্যেই কন্যাশ্রী প্রকল্পের
আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়ার
সম্ভাবনা রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন