
কলকাতা: বড়বাজারের হোটেলে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে রাজ্যের প্রতিটি হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে ‘ফায়ার অডিট’ শুরু করছে রাজ্য সরকার। এর আগে হাসপাতাল, শপিং মল, বাজার সহ যেসব জায়গায় একসঙ্গে অনেক মানুষের জমায়েত হয়, সেখানে ‘ফায়ার অডিট’ বা ‘সেফটি অডিট’ করেছিল রাজ্য। সেই রিপোর্ট হাতে আসার পর অনেক ক্ষেত্রেই খামতি সামনে আসে। বড়বাজারের ঋতুরাজ হোটেলে অগ্নিদগ্ধ হয়ে ১৪ জনের মৃত্যুর পর ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই আবহে ফের একবার এসব পরিকাঠামোর ‘ফায়ার অডিট’-এর সিদ্ধান্ত হয়েছে বলেই সূত্রের খবর। এবার এই তালিকায় যুক্ত করা হচ্ছে শহর এবং শহরতলির হোটেলগুলিকেও। শুধু তাই নয়, বিভিন্ন স্কুলের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও খতিয়ে দেখা হবে।
জানা
গিয়েছে, শুক্রবার দপ্তরের পদস্থ কর্তাদের নিয়ে নিউটাউনের অফিসে বৈঠকে
বসেছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। নতুন করে ‘ফায়ার অডিট’ নিয়ে সেখানে দীর্ঘ
আলোচনা হয়েছে বলে খবর। মন্ত্রী বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি
আটকানোই আমাদের লক্ষ্য। তাই মানুষের সুরক্ষার স্বার্থেই ফের একবার করে
অডিটের সিদ্ধান্ত।’ কী দেখা হবে অডিটের সময়? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রথমত
দেখা হবে হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কি না। এর পাশাপাশি
ফায়ার লাইসেন্স, অতিথিদের ঢোকা বেরনোর যথেষ্ট জায়গা আছে কি না, সেসব দেখা
হবে। কোন কোন হোটেলে ফায়ার অডিট করা হবে, সেই তালিকা তৈরির কাজ চলছে।
অডিট টিম গঠনের জন্যও তোড়জোড় শুরু হয়েছে। জানা গিয়েছে, কলকাতার জন্য
অডিট টিমে দমকল দপ্তরের আধিকারিক, পুলিস, সিইএসসি ছাড়াও থাকবেন কলকাতা
পুরসভার আধিকারিকরা। জেলা সদরগুলির জন্য দমকল দপ্তরের আধিকারিক, পুলিস
ছাড়াও এই দলে থাকবেন রাজ্য বিদ্যুৎ পর্ষদের প্রতিনিধিরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন