
বেঙ্গালুরু: ধোনি ম্যাজিক কি শেষ? শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রান। ক্রিজে ধোনি। কিন্তু ম্যাচ শেষ করতে পারলেন না মাহি। আইপিএল-এর ৫২তম ম্যাচে শনিবার মুখোমুখি হয় লখনউ রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। বেঙ্গালুরুতে খেলা এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ধোনিরা। প্রথম ব্যাট করতে নেমে চেন্নাইকে ২১৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় কোহলিরা। জবাবে ২১১ রানে থামে চেন্নাই। আরসিবির হয়ে কোহলি, বেথেল ও রোমারিও করেন হাফসেঞ্চুরি। অন্যদিকে সুপার কিংসের হয়ে সর্বোচ্চ ৯৪ রান করেন আয়ূস মাতরে। সব শেষে ২ রানে ম্যাচ জিতে নেয় কোহলিরা। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন রোমারিও শেফার্ড।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন