দ্রুত নির্বাচন করতে হবে এআইএফএফকে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২ মে, ২০২৫

দ্রুত নির্বাচন করতে হবে এআইএফএফকে


দ্রুত নির্বাচন করতে হবে এআইএফএফকে

কলকাতা: বড়সড় প্রশ্নর মুখের দেশের সর্বোচ্চ লিগ আইএসএলের ভবিষ্যত। বুধবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটির কোনও অস্তিত্ব নেই। শুধুমাত্র অন্তবর্তীকালীন মেয়াদে দায়িত্ব সামলাচ্ছেন কল্যাণ চৌবেরা। ফলে ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আলাদত। আর তা সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে না বর্তমান কমিটি। ফলে ফেডারেশন মার্কেটিং পার্টনার এফএসডিএলের সঙ্গে আলোচনার জন্য যে টাস্কফোর্স গঠন করেছিলেন সভাপতি, তার কোনও অস্তিত্ব রইল না। উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বর মাসেই এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ফেডারেশনের। 


এদিন বিচারপতি পিএস নরসিমহা ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, ‘চলতি মাসেই ফেডারেশনের চূড়ান্ত সংবিধান বেছে দেওয়া হবে। সেই মতোই নতুন করে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে ততদিন পর্যন্ত এমন কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে না বর্তমান কমিটি যার সরাসরি নির্বাচনে প্রভাব ফেলতে পারে।’ এই ঘোষণার পরেই খুশির হাওয়া বিরোধী পক্ষে। সাজি প্রভাকরণ, রঞ্জিত বাজাজরা দীর্ঘদিন ধরেই ফেডারেশনের বর্তমান অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছিলেন। তবে সভাপতি কল্যাণ চৌবের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...