
কলকাতা: ২০১৬
সালে রাজ্য সরকারের জমি অধিগ্রহণ সংক্রান্ত গেজেট নোটিফিকেশনকে চ্যালেঞ্জ
করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।
জনস্বার্থ মামলা দায়ের করে তিনি দাবি করেছেন, ২০১৬ সালে রাজ্য সরকারের জমি
অধিগ্রহণ সংক্রান্ত গেজেট নোটিফিকেশন জারি করেছিল, তা ২০১৩ সালের জমি
অধিগ্রহণ আইনের পরিপন্থী।
মামলায় তিনি দাবি করেছেন, জমি অধিগ্রহণের
ক্ষেত্রে ২০১৬ সালে রাজ্য যে নীতি গ্রহণ করেছে, তাতে বলা হয়েছে রাজ্য
সরকারি সংস্থাগুলি সরাসরি বিক্রেতার কাছ থেকে জমি ক্রয় করতে পারবে। এই নীতি
সরাসরি ২০১৩ সালের জমি অধিগ্রহণ আইনের পরিপন্থী। এক্ষেত্রে ২০১৩ সালের
আইনের সংস্থানগুলি মানা হচ্ছে না। তাঁর দাবি, জমি অধিগ্রহণের ক্ষেত্রে
দু’টি আইন থাকতে পারে না। এক্ষেত্রে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। একটি নীতি
মাধ্যমেই জমি অধিগ্রহণ হওয়া উচিত। বিষয়টি সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদেরও
পরিপন্থী। শীঘ্রই মামলার শুনানির সম্ভাবনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন