
ইসলামাবাদ: ভারতের প্রত্যাঘাতে সেনার প্রাণহানির কথা অবশেষে স্বীকার করে নিল পাকিস্তান। এতদিন ধরে বারবার তারা দাবি করে এসেছে, ভারতের আক্রমণে পাক সেনার বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার এক বিবৃতি জারি করে পাকিস্তান জানিয়েছে, ভারতের আক্রমণে তাদের ১১ জন সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৭৮ জন পাক সেনা। তবে ফের ভারতের প্রত্যাঘাতে সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগ তুলেছে ইসলামাবাদ।
ওই বিবৃতিতেই দাবি করা হয়েছে, ৬ ও ৭ মে বিনা প্ররোচনায় ভারত হামলা চালানোয় ৪০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়ছে। আহতের সংখ্যা ১২১। নিহত সেনাদের পরিচয়ও প্রকাশ করেছে পাকিস্তান। মৃতদের মধ্যে একজন স্কোয়াড্রন লিডার সহ পাক বায়ুসেনার পাঁচজন সদস্য রয়েছেন। পাশাপাশি মৃত সাধারণ নাগরিকদের মধ্যে ৭ জন মহিলা ও ১৫ জন শিশু বলে জানানো হয়েছে। ভারতের আক্রমণের পাল্টা হিসেবে পাকিস্তানও দৃঢ় জবাব দিয়েছে বলে ওই বিবৃতিতে দাবি করেছে পাকিস্তান। তবে ওয়াকিবহাল মহল মনে করছে, পাক সেনার ক্ষতির পরিমাণ অনেক বেশি। সেই সব তথ্য লুকিয়ে রাখতে চাইছে তারা।
যদিও পাকিস্তান যতই পাল্টা জবাবের কথা বলুক, বাস্তব অন্য কথা
বলছে। ভারতের আক্রমণে পাকিস্তানের বিধ্বস্ত বায়ুসেনা ঘাঁটির উপগ্রহ চিত্র
প্রকাশ করেছে মার্কিন মহাকাশ প্রযুক্তি সংস্থা ‘ম্যাক্সার টেকনোলজিস’। ১০
মে ওই ছবি কৃত্রিম উপগ্রহের ক্যামেরায় ধরা পড়েছিল। তাতে দেখা যাচ্ছে
রাওয়ালপিন্ডির নুর খান, সিন্ধু প্রদেশের সুক্কুর ও জাকোকাবাদ, দক্ষিণ
পাঞ্জাবের রহিম ইয়ার খান, সারগোধার মুশাফ এবং উত্তর থাট্টা প্রদেশের ভোলারি
এয়ার বেসের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও বিমান রাখার হ্যাঙার গুঁড়িয়ে
গিয়েছে, কোথাও আবার ভারতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে রানওয়েতে বিরাট গর্ত তৈরি
হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন