
নয়াদিল্লি, ১৩ মে: সিবিএসই-এর দ্বাদশ শ্রেণির পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল। মঙ্গলবার দুপুরে রেজাল্ট প্রকাশ করে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। পাশের হার ৮৮.৩৯ শতাংশ। যা গতবারের তুলনায় সামান্য বেশি। ২০২৪ সালে পাশের হার ছিল ৮৭.৯৮ শতাংশ। চলতি বছরে তা বেড়েছে ০.৪১ শতাংশ। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ছাত্রদের তুলনায় পাশের হারের নিরিখে এগিয়ে রয়েছে মেয়েরা। ছেলেদের পাশের হার ৮৫.৭০ শতাংশ ও মেয়েদের পাশের হার ৯১.৬৪ শতাংশ। চলতি বছরে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা। যা শেষ হয় ৪ এপ্রিল। অর্থাৎ পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় রেজাল্ট প্রকাশিত হল।
চলতি বছরের সিবিএসই-এর দ্বাদশ শ্রেণির পরীক্ষায়১৯,২৯৯ টি স্কুল অংশগ্রহণ
করেছিল। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৭,৩৩০ টি। পরীক্ষার্থীর সংখ্যা
ছিল ১৬,৯২,৭৯৪ জন। যার মধ্যে পাশ করেছেন ১৪,৯৬,৩০৭ জন। পাশের হারের নিরিখে
দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া। দ্বিতীয় স্থানে
রয়েছে তিরুবনন্তপূরম ও তৃতীয় স্থানে চেন্নাই। পরীক্ষার্থীরা বোর্ডের
ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in গিয়ে নিজেদের রেজাল্ট
দেখতে পাবেন। চলতি বছরের সিবিএসই-এর দ্বাদশের পরীক্ষায় পশ্চিমবঙ্গে মোট
পরীক্ষার্থী ছিলেন ৪৪ হাজার ৬৩১ জন। যার মধ্যে পাশ করেছেন ৩৯,৭৯২ জন। পাশের
হার ৮৯.১৬ শতাংশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন