রাজ্য পুলিসে তৈরি হবে ৪১টি পদ, প্রস্তাব গেল স্বরাষ্ট্র দপ্তরে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ৪ মে, ২০২৫

রাজ্য পুলিসে তৈরি হবে ৪১টি পদ, প্রস্তাব গেল স্বরাষ্ট্র দপ্তরে

রাজ্য পুলিসে তৈরি হবে ৪১টি পদ, প্রস্তাব গেল স্বরাষ্ট্র দপ্তরে

কলকাতা: সম্প্রতি রাজ্য পুলিসে এসপি পদমর্যাদার ১৭টি এবং অ্যাডিশন্যাল এসপি পদমর্যাদার ২৪টি নতুন পদ তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে। নতুন পদগুলির সবক’টি ‘নন আইপিএস’ হিসেবে গণ্য করা হবে। এই প্রস্তাব পাশ হলে, রাজ্য পুলিসে ‘আর্মড’ এবং ‘নন আর্মড’ শাখায় কর্মরত এসআইরা প্রমোশন পেয়ে ধাপে ধাপে এসপি এবং অ্যাডিশন্যাল এসপি পদে উন্নীত হতে পারবেন। ভবানী ভবনের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে। 


কলকাতা পুলিসের ক্ষেত্রে এসআই ও সার্জেন্টরা ধাপে ধাপে প্রমোশন পেয়ে ডিসি হতে পারেন। কিন্তু রাজ্য পুলিসের ক্ষেত্রে কর্মরত এসআইদের কার্যত এই সুযোগ নেই। রাজ্য পুলিসের অফিসারদের ডিএসপি পদ থেকেই অবসর নিতে হয়। একই রাজ্যে দুই বাহিনীর এই বৈষম্য নিয়ে চাপা ক্ষোভ ছিল রাজ্য পুলিসের অফিসার মহলে। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর তাই দীর্ঘদিনের এই বৈষম্য দূর করার জন্য রাজ্য সরকারের কাছে ওয়েলফেয়ারের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল। তারপরই রাজ্য পুলিসের শীর্ষস্তর থেকে সম্প্রতি একটি লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে। এই প্রস্তাব আগামীতে মন্ত্রিসভার বৈঠকে পাশ হলে তা রাজ্যপালের কাছে পাঠানো হবে।


নবান্ন সূত্রের খবর, চলতি বছরের এপ্রিল মাসের গোড়ায় রাজ্য পুলিসের এক শীর্ষকর্তার কাছ থেকে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে, অ্যাডিশন্যাল এসপি পদমর্যদার ২৪টি নতুন পদের সবক’টি রাজ্যের বিভিন্ন জেলা ও পুলিস জেলার ট্রাফিক পুলিসের জন্য বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে, এসপি বা কমান্ডেন্ট পদমর্যাদার ১৭টি নতুন পদ রাজ্যের ছয় পুলিস কমিশনারেটের ট্রাফিক-২ ছাড়াও হোমগার্ড, সিভিল ডিফেন্স, এসসিআরবি, বারাকপুর পুলিস ট্রেনিং স্কুল, মানবাধিকার কমিশনের জন্য বরাদ্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...