
নয়াদিল্লি: অপারেশন সিন্দুরের পর থেকেই বিপর্যস্ত পাকিস্তান। কিন্তু তারপরও একের পর এক ভুয়ো দাবিকে ঢাল করে নিজেদের ‘জয়ের গল্প’ ফাঁদছে তারা। চাপের মুখে পড়ে সংঘর্ষ থামাতে ভারতের দ্বারস্থ হয়েছিল প্রতিবেশী দেশ। গত শনিবার যুদ্ধবিরতি হয়। তারপরই নিজেদের জয়ের ঢাক পেটাতে শুরু করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এমনকী বিজয় উৎসব পালনের কথাও বলেন।
ভারতীয় সেনা একের পর এক ছবি ও ভিডিও প্রকাশ করে ইতিমধ্যেই পাকিস্তানের এই মনগড়া দাবির পর্দাফাঁস করেছে। তারপরও থেমে নেই পাকিস্তান। এবার তাদের বিদেশমন্ত্রী তথা উপ প্রধানমন্ত্রী ইশক দার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে কার্যত একই দাবি করেছেন। আর তা নিয়েই ইসলামাবাদকে তীব্র কটাক্ষ করল নয়াদিল্লি। মঙ্গলবার বিদেশমন্ত্রক বলেছে, অতীতেও একই ঘটেছে। হেরে গিয়েও জয়ের আকাশকুসুম দাবি পাকিস্তানের পুরনো অভ্যাস।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাক
বিদেশমন্ত্রী বলেন, ‘ভারত জলচুক্তি নিয়ে সন্তোষজনক পদক্ষেপ না করলে
যুদ্ধবিরতির উপর প্রভাব পড়বে। এই কয়েকদিনে ভারতের কী পরিমাণ ক্ষয়ক্ষতি
হয়েছে তা তারা নিজেই দেখেছে।’ এদিন ইশক দারের এই দাবিকে কটাক্ষ করেন বিদেশ
মন্ত্রকের মুখপাত্র রণধীর জওসওয়াল। তিনি বলেন, ‘অপারেশন সিন্দুরের পর একের
পর এক তথ্য বিকৃত করে, সাজিয়ে প্রচার করে চলেছে ইসলামাবাদ। কিন্তু ভারতের
অবস্থান শুরু থেকে একই রয়েছে। ইতিমধ্যেই সব তথ্য-প্রমাণ তুলে ধরা হয়েছে। আর
পাকিস্তান কোনও তথ্যপ্রমাণ ছাড়াই বারবার এসব দাবি করছে। আসলে এটা ওদের
পুরনো স্বভাব।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন