
লখনউ: বাবা-মার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করলেই দম্পতি পুলিসি নিরাপত্তা দাবি করতে পারেন না। এটা কোনও অধিকারও নয়। তাঁদের জীবন এবং ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে কোনও ঝুঁকি না থাকলে এই ধরনের নিরাপত্তা দেওয়ার দরকার নেই। এক মামলার পর্যবেক্ষণে বৃহস্পতিবার এই মন্তব্য করেছে এলাহাবাদ হাইকোর্ট। সম্প্রতি পুলিসি নিরাপত্তার নির্দেশিকা চেয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেন শ্রেয়া কেসরওয়ানি ও তাঁর স্বামী। তাঁদের সুখী বিবাহিত জীবনে কেউ যাতে বিঘ্ন ঘটাতে না পারে সেই জন্য পুলিস নিরাপত্তা চেয়েছিলেন তাঁরা। এদিন বিচারপতি সৌরভ শ্রীবাস্তবের বেঞ্চ জানিয়েছে, দম্পতির নিরাপত্তার ক্ষেত্রে কোনও ঝুঁকি নেই। তাঁদের সমাজের মুখোমুখি হওয়া উচিত। কীভাবে একে অপরের পাশে দাঁড়াতে হবে, তা শেখা উচিত। বৃহস্পতিবার শ্রেয়া কেসরওয়ানি ও তাঁর স্বামীর করা মামলা বন্ধ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আদালতের মতে, দম্পতির জন্য সে অর্থে কোনও নিরাপত্তাজনিত ঝুঁকি নেই। কারণ, এই সংক্রান্ত কোনও প্রমাণ বা নথি তাঁরা দেখাতে পারেননি। এই নিয়ে আদালত লতা সিং বনাম উত্তরপ্রদেশ সরকারের মামলার প্রসঙ্গ তুলেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন