কলকাতা:
সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে। তা সত্ত্বেও রাজ্যের থানাগুলিতে
সিসি ক্যামেরার বেহাল দশা। হাইকোর্ট থেকে নিম্ন আদালত পর্যন্ত একাধিক
মামলায় থানার সিসি ক্যামেরা ফুটেজ পেশ করতে নির্দেশ দিলেও হিমশিম খাচ্ছে
পুলিস। এই পরিস্থিতিতে একটি জনস্বার্থ মামলায় গোটা রাজ্যের থানাগুলিতে
সিসি ক্যামেরার হালহকিকত নিয়ে রাজ্য পুলিসের ডিজির কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট
তলব করল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি
চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। সম্প্রতি যাদবপুর কাণ্ডের প্রতিবাদ করতে
গিয়ে থানায় অত্যাচারের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। বিচারপতির নির্দেশ
সত্ত্বেও থানার ভিতরের পূর্ণাঙ্গ সিসিটিভি ফুটেজ পেশ করতে পারেনি রাজ্য। এ
নিয়ে কম জলঘোলা হয়নি। মামলাকারী তথাগত দত্তের অভিযোগ ছিল, সুপ্রিম
কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের থানাগুলিতে আপডেটেড সিসি ক্যামেরা বসাতে
হবে। সিসি ক্যামেরাগুলিতে থাকতে হবে নাইট ভিশন। প্রতিটি ক্যামেরায় থাকবে
অডিও রেকর্ডিংয়েরও ব্যবস্থা। এছাড়া থানাগুলিতে সিসি ক্যামেরা এমনভাবে
লাগাতে হবে, যাতে শৌচাগার ছাড়া থানার সমস্ত অংশ ক্যামেরার আওতায় থাকে।
মামলাকারীর অভিযোগ, রাজ্যের অধিকাংশ থানায় এই নিয়ম মানা হচ্ছে না।এছাড়া
থানাগুলিতে সিসি ক্যামেরা এমনভাবে লাগাতে হবে, যাতে শৌচাগার ছাড়া থানার
সমস্ত অংশ ক্যামেরার আওতায় থাকে। মামলাকারীর অভিযোগ, রাজ্যের অধিকাংশ
থানায় এই নিয়ম মানা হচ্ছে না। ফলে বিচারের স্বার্থে আদালত সিসি ক্যামেরা
ফুটেজ চাইলেও তা পেশ করতে পারছে না পুলিস। তার জেরে বিচারপ্রক্রিয়া ব্যাহত
হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন