নয়া শিল্পনীতি: এমাসেই বণিক মহলের পরামর্শ চাইছে রাজ্য - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নয়া শিল্পনীতি: এমাসেই বণিক মহলের পরামর্শ চাইছে রাজ্য


নয়া শিল্পনীতি: এমাসেই বণিক মহলের পরামর্শ চাইছে রাজ্য

 কলকাতা: নতুন শিল্পনীতি আনতে চলেছে রাজ্য সরকার। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য আলাদা নীতি থাকলেও, বড় শিল্পের জন্য কোনও নীতি নেই, যার মাধ্যমে আর্থিক সুরাহা পেতে পারে শিল্প সংস্থা। সেই নীতি প্রণয়নের জন্য শিল্পমহলের বক্তব্য শুনবে রাজ্য। আগামী ৩০ এপ্রিলের মধ্যে শিল্প সংগঠন ও বণিকসভাগুলি তাদের মতামত জানাবে রাজ্যকে। শুক্রবার বণিকসভা সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের চেয়ারম্যান দেবাশিস দত্ত বলেন, ‘আমাদের পরামর্শ চলতি মাসের মধ্যে জানাতে বলা হয়েছে। আশা করছি, সর্বাধিক ছ’মাসের মধ্যেই শিল্পদপ্তর নতুন নীতি ঘোষণা করবে।’ তবে পশ্চিমবঙ্গের শিল্পায়নে রাজ্যের সঙ্গেই একযোগে কাজ করবে সিআইআই। জানিয়েছেন তিনি। বলেন, ‘শিল্প নিয়ে এরাজ্যের ভাবমূর্তি উজ্জ্বল করা দরকার। এখানে এমএসএমই সেক্টরে যে ভালো কাজ হচ্ছে, তা প্রচারে আনার প্রয়োজন। আমরা সেই কাজ করব।’ পাশাপাশি জেলায় জেলায় শিল্পের বহর বাড়াতে কাজ করবে সিআইআই। আলাদা করে দুর্গাপুর-আসানসোলের জন্য একটি আলাদা অফিস খুলবে এই বণিকসভা। জানিয়েছেন দেবাশিসবাবু। কয়েকবছরের মধ্যে যাতে উত্তরবঙ্গে বিনিয়োগ অনেকটা বাড়ে, সেই লক্ষ্যেও এগবেন তাঁরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...