বন্ধ বাম জমানায়, শতবর্ষ পূর্তিতে ফিরল দেশবন্ধুর স্মৃতিধন্য ‘দ্য ক্যালকাটা গেজেট’ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বন্ধ বাম জমানায়, শতবর্ষ পূর্তিতে ফিরল দেশবন্ধুর স্মৃতিধন্য ‘দ্য ক্যালকাটা গেজেট’

বন্ধ বাম জমানায়, শতবর্ষ পূর্তিতে ফিরল দেশবন্ধুর স্মৃতিধন্য ‘দ্য ক্যালকাটা গেজেট’

কলকাতা: বইটির বিপুল ঐতিহাসিক গুরুত্ব সত্ত্বেও সেটি বন্ধ করে দিয়েছিল বামেরা। সম্প্রতি তৃণমূল নতুন করে প্রকাশ শুরু করল।

১৯২৪ সালে কলকাতা পুরসভার প্রথম নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব নেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। চিফ এগজিকিউটিভ অফিসার পদে নেতাজি সুভাষচন্দ্র বসু। দুই প্রাতঃস্মরণীয় ব্যক্তির উদ্যোগে অমল হোমের সম্পাদনায় সে বছরই বেরল ‘দ্য ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেট’। সাপ্তাহিক বাজারদরের খোঁজখবর থেকে নাগরিক জীবনের উন্নতি, শহরের পরিকাঠামোগত উন্নয়নে পুরসভার ভূমিকা ইত্যাদি তথ্য খবরের আকারে থাকত গেজেটে। মানুষের এতে বিশাল সুবিধা হতো। পাশাপাশি ঐতিহাসিক দলিল হিসেবে গেজেট সংরক্ষিত থাকত পুরসভা ও সরকারের কাছে। সেটিকেই বন্ধ করে দিয়েছিল বামেরা।

তবে ফের নতুন করে ২০২৪ সালের ডিসেম্বরে দেশবন্ধু ও নেতাজির স্মৃতিধন্য গেজেট নয়া মোড়কে প্রকাশ করল পুরসভার বর্তমান বোর্ড। শতবর্ষপূর্তিতে মিউনিসিপ্যাল গেজেট প্রকাশের উদ্যোগ নেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম স্বয়ং। মেয়র বলেছেন, ‘দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের আদর্শ। এই জার্নাল কলকাতা পুরসভার ঐতিহ্য। ১০০ বছর পূর্তিতে সেই ঐতিহ্য ফিরিয়ে আনা হল। এবার থেকে নিয়মিতভাবে প্রকাশ করা হবে।’ গেজেটের বর্তমান দাম ১৫ টাকা।

পুরসভার ইতিহাস থেকে জানা যায়, ১৯২৪ থেকে ১৯৪৯ পর্যন্ত অমল হোমের সম্পাদনায় টানা প্রকাশ পেয়েছিল জার্নালটি। ১৯৬০ সালের পর প্রকাশ অনিয়মিত হয়ে পড়ে। ১৯৭৭ সালে বাম আমলে তা পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত। এবং ১৯৭৮ সাল থেকে বেরতে শুরু করল পুরসভার নয়া ম্যাগাজিন ‘পুরশ্রী’। বন্ধ হয়ে গেল ক্যালকাটা গেজেট। তখন কলকাতা পুরসভার পুরনো ‘লোগো’ ব্যবহার হতো গেজেটে। ১৮৯৬ সালের ২৮ ডিসেম্বর থেকে সেটিই পুরসভার নিজস্ব লোগো হিসেবে পরিচিত ছিল। স্বাধীনতার ১৩ বছর পর ১৯৬১ সালের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সেই ব্রিটিশ লোগোই ছিল পুরসভার প্রতীক। কেমন ছিল সেই ব্রিটিশ লোগো?

‘দি কোট অব আমর্স অ্যান্ড দি এমব্লেম’-এটিই ছিল ব্রিটিশ যুগে কলকাতা পুরসভার ‘লোগো’। ঠোঁটে মাছ নেওয়া দু’টি পাখি দু’দিক থেকে ধরে রেখেছে বিশেষ প্রতীক। ‘কর্পোরেশন অব ক্যালকাটা’ লেখা গোলাকৃতি লোগোটি কলকাতা কর্পোরেশেনের চিহ্ন হিসেবেই হতো ব্যবহৃত। স্বাধীনতার পর নতুন কমিটি তৈরি হয়। সেই কমিটির তৈরি ‘পুরশ্রী বিবর্ধন’ লোগোটি ব্যবহারের সিদ্ধান্ত নেয় তৎকালীন পুরবোর্ড।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...